এবারের আইপিএল-এ শুরুর দিকে ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সূর্যকুমার যাদব। কিন্তু ফর্মে ফিরেছেন এই তারকা।
মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সহজেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে পৌঁছে গেল ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। এদিন ম্যাচ জিতে একাধিক অসাধারণ নজির গড়ল রোহিত শর্মার দল। আইপিএল-এর একটি মরসুমে ৩ বার ২০০-র বেশি রান তাড়া করে জয় পেল মুম্বই ইন্ডিয়ানস। ২০১৪ সালের আইপিএল-এ ২টি ম্যাচে ২টি ম্যাচে ২০০-র বেশি রান তাড়া করে জয় পেয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ২০১৮ সালের আইপিএল-এ ২টি ম্যাচে ২টি ম্যাচে ২০০-র বেশি রান তাড়া করে জয় পায় চেন্নাই সুপার কিংস। আইপিএল-এর ইতিহাসে ২০০-র বেশি রান তাড়া করে জয় পাওয়ার ক্ষেত্রে দ্রুততম জয়ের রেকর্ডও গড়ল মুম্বই ইন্ডিয়ানস। মঙ্গলবার আরসিবি-র বিরুদ্ধে ২১ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল আইপিএল-এর সফলতম দল। ২০১৭ সালের আইপিএল-এ গুজরাট লায়ন্সের বিরুদ্ধে ২০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই জয় পায় দিল্লি ক্যাপিটালস। ২০১০ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২০১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতেই জয় পায় কিংস ইলেভেন পাঞ্জাব।
মঙ্গলবার অসাধারণ ব্যাটিং করে মুম্বই ইন্ডিয়ানসকে জেতালেন সূর্যকুমার যাদব। ম্যাচ শেষ হওয়ার পর এই তারকা ব্যাটার বলেছেন, ‘দলের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়। ঘরের মাঠে এভাবে জয় পেয়ে আমি খুব খুশি। আরসিবি পরিকল্পনা করেই মাঠে নেমেছিল। ওরা চাইছিল, মাঠের যেদিকে বড় বাউন্ডারি সেদিকেই আমি শট খেলি। ওদের বোলাররা মন্থর গতিতে বোলিং করছিল। আমি নেহালকে (ওয়াধেরা) বলি, মাঠের ফাঁকা জায়গায় শট খেলে ছুটে রান নিতে হবে। ম্যাচে আমরা যেভাবে খেলি, ঠিক সেভাবেই অনুশীলন করা উচিত। আমি কীভাবে রান করতে পারি সেটা জানি। আমি নিজের খেলা জানি। আমি আলাদা কিছু করিনি।’
মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত বলেছেন, ‘আমাদের বোলাররা ভালো পারফরম্যান্স দেখিয়ে ওদের ২০০ রানের মধ্যে আটকে রাখতে সক্ষম হই। ওরা ২০০ বা তার বেশি রানও করতে পারত। এই পিচে কত রান করলে জয় পাওয়া নিশ্চিত হয়, সেটা আমি বলতে পারব না। গত ৪ ম্যাচে আমরা রান তাড়া করার সময় ২০০-র বেশি রান করেছি। ব্যাটাররা দলের জন্য বিশেষ কিছু করার চেষ্টা করছে। তার ফলে দল সাফল্য পাচ্ছে।’
আরও পড়ুন-
IPL 2023: সূর্যর তেজে ছারখার আরসিবি, পয়েন্ট তালিকায় ৩ নম্বরে মুম্বই ইন্ডিয়ানস
IPL 2023: আরসিবি-র বিরুদ্ধে সহজ জয়, পয়েন্ট তালিকায় ৩ নম্বরে মুম্বই ইন্ডিয়ানস
IPL 2023: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে স্লো-ওভার রেট, নীতীশ রানার ১২ লক্ষ টাকা জরিমানা