IPL 2023: আরসিবি-র বিরুদ্ধে সহজ জয়, পয়েন্ট তালিকায় ৩ নম্বরে মুম্বই ইন্ডিয়ানস

Published : May 09, 2023, 11:20 PM ISTUpdated : May 09, 2023, 11:46 PM IST
Suryakumar Yadav

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এর শুরুটা ভালো না হলেও, ঘুরে দাঁড়িয়েছে মুম্বই ইন্ডিয়ানস। প্লে-অফের যোগ্যতা অর্জন করার দৌড়ে প্রবলভাবে ফিরে এসেছে রোহিত শর্মার দল।

ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সহজেই ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ানস। ১১ ম্যাচে রোহিত শর্মার দলের পয়েন্ট ১২। সামনে শুধু চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস। এদিন হেরে যাওয়ার ফলে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থাকল আরসিবি। এদিন মুম্বই ইন্ডিয়ানসের জয়ের অন্যতম নায়ক টি-২০ র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। ঈশান কিষাণ, নেহাল ওয়াধেরাও ভালো পারফরম্যান্স দেখান। আরসিবি-র হয়ে ভালো পারফরম্যান্স দেখান অধিনায়ক ফাফ ডু প্লেসি, অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু বড় স্কোর করেও বোলারদের ব্যর্থতায় হেরে গেল আরসিবি।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত। প্রথম ওভারেই আউট হয়ে যান আরসিবি-র তারকা ব্যাটার বিরাট কোহলি (১)। তবে অপর ওপেনার ডু প্লেসি ৪১ বলে ৬৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা অনুজ রাওয়াত (৬) অবশ্য বড় রান পাননি। ৪ নম্বরে ব্যাটিং করতে নামা ম্যাক্সওয়েল ৩৩ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। মহীপাল লোমরোর করেন ১ রান। দীনেশ কার্তিক করেন ৩০ রান। ১২ রান করে অপরাজিত থাকেন কেদার যাদব। ওয়ানিন্দু হাসারঙ্গাও ১২ রান করে অপরাজিত থাকেন। ৬ উইকেটে ১৯৯ রান করে আরসিবি। মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন জেসন বেহরেনডর্ফ। ১ উইকেট করে নেন ক্যামেরন গ্রিন, ক্রিস জর্ডান ও কুমার কার্তিকেয়।

২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ানসের ইনিংসের শুরুটা ভালো করেন দুই ওপেনার রোহিত ও ঈশান। রোহিত ৭ রান করে আউট হয়ে গেলেও, ২১ বলে ৪২ রান করেন ঈশান। তাঁর ইনিংসে ছিল ৪টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা সূর্যকুমার ৩৫ বলে ৮৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তাঁর এই অসাধারণ ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। ৩৪ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন নেহাল। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। আরসিবি-র হয়ে ২ উইকেট করে নেন হাসারঙ্গা ও বিজয়কুমার বিশাক।

আরও পড়ুন-

IPL 2023: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে স্লো-ওভার রেট, নীতীশ রানার ১২ লক্ষ টাকা জরিমানা

IPL 2023 : পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫ উইকেটে জয় কলকাতা নাইট রাইডার্সের

IPL 2023: বেশি কিছু ভাবছিলাম না, নিজের উপর বিশ্বাস ছিল, বললেন রিঙ্কু সিং

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?