IPL 2023: মঞ্চ মাতালেন অরিজিৎ, রশ্মিকা, তামান্না, আইপিএল-এর জমজমাট উদ্বোধন

প্রত্যাশামতোই চোখধাঁধানো অনুষ্ঠানের মাধ্যমে ১৬-তম আইপিএল-এর উদ্বোধন হয়ে গেল। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকরা উদ্বেলিত হয়ে উঠলেন। এবার ম্যাচ শুরুর অপেক্ষা।

উইমেনস প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেট-অ্যাঙ্করিংয়ে ফিরেছিলেন। আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানেও অ্যাঙ্কর হিসেবে দেখা গেল মন্দিরা বেদীকে। তিনি অনুষ্ঠানের সূচনা করলেন। এরপর মঞ্চে উঠলেন বাংলার গায়ক অরিজিৎ সিং। মন্দিরা তাঁর পরিচয় করিয়ে দিলেন বর্তমান প্রজন্মের সেরা গায়ক হিসেবে। একের পর এক মেলোডিতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকদের মাতিয়ে দিলেন অরিজিৎ। তাঁর নাম ঘোষণা হতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন দর্শকরা। এরপর অরিজিৎ গান শুরু করতে দর্শকদের উচ্ছ্বাসের মাত্রা বেড়ে যায়। 'কবীরা', 'কেশরিয়া', 'ঝুমে জো পাঠান'-এর মতো একের পর জনপ্রিয় গানে দর্শকদের মাতিয়ে দেন অরিজিৎ। গ্যালারিতে থাকা বিসিসিআই সচিব জয় শাহকেও অরিজিতের গানে গলা মেলাতে দেখা যায়। গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে মাঠের পাশে দাঁড়িয়েই অরিজিতের অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ডাগআউটে বসেই গান উপভোগ করছিলেন। আধঘণ্টার কাছাকাছি টানা গান গেয়ে যান অরিজিৎ। শেষের দিকে তিনি গান গাইতে গাইতেই সারা মাঠ প্রদক্ষিণ করেন। একটি গলফ কার্টে চড়ে মাঠ প্রদক্ষিণ করার মাধ্যমেই অনুষ্ঠান শেষ করেন অরিজিৎ।

 

Latest Videos

 

সুরের জাদু শেষ হওয়ার পর মঞ্চে ওঠেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি একের পর এক জনপ্রিয় হিন্দি গানে নাচ শুরু করেন। উচ্ছ্বসিত হয়ে ওঠেন দর্শকরা। এরপর মঞ্চে ওঠেন রশ্মিকা মন্দানা। তিনি নাচ শুরু করেন 'পুষ্পা' ছবির গানের তালে। নিজে নেচে, দর্শকদের নাচিয়ে মঞ্চ ছাড়েন রশ্মিকা।

 

 

নাচ-গানের অনুষ্ঠান শেষ হওয়ার পর মন্দিরার ডাকে ফের একসঙ্গে মঞ্চে ওঠেন অরিজিৎ, রশ্মিকা ও তামান্না। তাঁদের সঙ্গে মঞ্চে ওঠেন বিসিসিআই কর্তারাও। ডাকা হয় সিএসকে অধিনায়ক ধোনি ও গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিককে। আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৩-এর উদ্বোধন করা হয়। আতসবাজির মাধ্যমে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান।

 

 

আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান দর্শকদের যতটা আনন্দ দিল, প্রথম ম্যাচেও ক্রিকেটাররা একইরকম আনন্দ দেবেন বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। প্রথম ম্যাচে ভালো খেলা দেখার আশায় দর্শকরা। ধোনি-হার্দিকরা দর্শকদের আনন্দ দিতে তৈরি। চোট থাকলেও প্রথম ম্যাচে খেলছেন ধোনি। তাঁকে নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই।

আরও পড়ুন-

আইপিএল-এর ইতিহাসে প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার তুষার দেশপাণ্ডে

দিল্লি ক্যাপিটালসকে সহজেই হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস

মরসুমের প্রথম আম মাকে খাওয়ালেন সচিন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee