বিরাট কোহলির নেতৃত্বে পরপর দুই ম্যাচে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু দল সাফল্য পেলেও, জরিমানার মুখে পড়তে হল বিরাটকে। আরসিবি-র বাকিদেরও জরিমানা হল।
নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারার জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অস্থায়ী অধিনায়ক বিরাট কোহলির। রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ২০ ওভার শেষ করতে পারেনি আরসিবি। এই কারণেই বিরাটের বিপুল অঙ্কের জরিমানা হল। তবে শুধু বিরাটেরই নয়, আরসিবি দলের সবারই ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা হল। রবিবারের ম্যাচে অধিনায়কত্ব না করলেও, আরসিবি-র নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিকেও জরিমানা দিতে হচ্ছে। সোমবার বিসিসিআই-এর পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নেতৃত্ব দেওয়া বিরাট কোহলি ও দলের সবার জরিমানা হয়েছে। কারণ, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ২৩ এপ্রিলের ম্যাচে স্লো ওভার-রেট বজায় রাখে আরসিবি। এই দলটি চলতি আইপিএল-এ দ্বিতীয়বার নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে পারল না। সেই কারণেই জরিমানা করা হল। বিরাট কোহলির ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে এবং প্রথম একাদশে থাকা প্রত্যেককে ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফি-র ২৫ শতাংশের মধ্যে যে অর্থের পরিমাণ কম, সেটা জরিমানা হিসেবে দিতে হবে।’
রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৮৯ রান করে আরসিবি। ট্রেন্ট বোল্টের প্রথম বলেই আউট হয়ে যান বিরাট। তবে অসাধারণ পারফরম্যান্স দেখান ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। ৩৯ বলে ৬২ রানের দারুণ ইনিংস খেলেন ডু প্লেসি। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ম্যাক্সওয়েল ৪৪ বলে ৭৭ রানের অসাধারণ ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। ৬ নম্বরে ব্যাটিং করতে নামা অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক করেন ১৬ রান। আরসিবি-র আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি।
১৯০ টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮২ রান করেই থেমে যায় রাজস্থান। ওপেনার যশস্বী জয়সোয়াল করেন ৪৭ রান। দেবদত্ত পাড়িক্কল করেন ৫২ রান। রাজস্থানের অধিনায়ক সঞ্জু ম্যামসন করেন ২২ রান। ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। আরসিবি-র বোলারদের মধ্যে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন হর্ষল প্যাটেল। ১ উইকেট করে নেন মহম্মদ সিরাজ ও ডেভিড উইলি।
আরও পড়ুন-
IPL 2023: কেকেআর-এর পর সানরাইজার্স হায়দরাবাদ, পরপর ২ ম্যাচে জয় দিল্লি ক্যাপিটালসের
Sachin Tendulkar 50: সচিনের জন্মদিনে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গেটের নতুন নামকরণ
Sachin Tendulkar: সবসময় মাথা উঁচু করে চলেন, সচিনের জন্মদিনে শুভেচ্ছা যুবরাজের