সংক্ষিপ্ত
এবারের আইপিএল-এর শুরুটা খারাপ করলেও, কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করল দিল্লি ক্যাপিটালস।
চলতি আইপিএল-এ প্রথম ৫ ম্যাচে হেরে যাওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল দিল্লি ক্যাপিটালস। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্রথম জয় পাওয়ার পর এবার সানরাইজার্স হায়দরাবাদকেও হারিয়ে দিল ডেভিড ওয়ার্নারের দল। সোমবারের এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭ রানে জয় পেল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৪৪ রান করে দিল্লি। টি-২০ ফর্ম্যাটে এই রান জেতার মতো যথেষ্ট নয়। কিন্তু দিল্লির বোলাররা অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে জয় এনে দিলেন। রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৩৭ রান করে হায়দরাবাদ। ফলে দুর্দান্ত জয় পেল দিল্লি।
এদিন দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে লড়াই করলেন মণীশ পাণ্ডে, অক্ষর প্যাটেল, মিচেল মার্শ, ওয়ার্নার। বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখালেন অ্যানরিক নর্খিয়ে, অক্ষর, ইশান্ত শর্মা ও কুলদীপ যাদব। হায়দরাবাদের হয়ে ভালো ব্যাটিং করেন ময়ঙ্ক আগরওয়াল, হেইনরিক ক্লাসেন, ওয়াশিংটন সুন্দর। ভালো বোলিং করেন ওয়াশিংটন, ভুবনেশ্বর কুমার ও টি নটরাজন।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ওয়ার্নার। তাঁর দল অবশ্য বড় স্কোর করতে পারেনি। ম্যাচের তৃতীয় বলেই প্রথম উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। ০ রানেই আউট হয়ে যান ফিলিপ সল্ট। অপর ওপেনার ওয়ার্নার করেন ২১ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা মার্শ করেন ২৫ রান। সরফরাজ খান করেন ১০ রান। মণীশ করেন ৩৪ রান। ৪ রান করেই আউট হয়ে যান আমন হাকিম খান। রিপল প্যাটেল করেন ৫ রান। নর্খিয়ে করেন ২ রান। ৪ রান করে অপরাজিত থাকেন কুলদীপ। ১ রান করে অপরাজিত থাকেন ইশান্ত। হায়দরাবাদের হয়ে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন ওয়াশিংটন। ১১ রান দিয়ে ২ উইকেট নেন ভুবনেশ্বর। ২১ রান দিয়ে ১ উইকেট নেন নটরাজন।
রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা ভালোই করেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ময়ঙ্ক। তিনি করেন ৪৯ রান। অপর ওপেনার হ্যার ব্রুক অবশ্য করেন ৭ রান। রাহুল ত্রিপাঠি করেন ১৫ রান। অভিষেক শর্মা করেন ৫ রান। এইডেন মার্করাম করেন ৩ রান। ক্লাসেন করেন ৩১ রান। ২৪ রান করে অপরাজিত থাকেন ওয়াশিংটন। ২ রান করে অপরাজিত থাকেন মার্কো জ্যানসেন। দিল্লির হয়ে ২ উইকেট করে নেন নর্খিয়ে ও অক্ষর। ১ উইকেট করে নেন ইশান্ত ও কুলদীপ।
আরও পড়ুন-
Sachin Tendulkar: সবসময় মাথা উঁচু করে চলেন, সচিনের জন্মদিনে শুভেচ্ছা যুবরাজের
IPL 2023: কমলেশ নাগরকোটির পরিবর্তে দিল্লি ক্যাপিটালসে প্রিয়ম গর্গ
IPL 2023: বিফলে জেসন রয়, রিঙ্কু সিংয়ের লড়াই, টানা ৪ ম্যাচে ‘কেকেহার’