IPL 2023: দলের সবাই ভালো খেললে জয় আসবেই, বললেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা

Published : Apr 27, 2023, 12:24 AM ISTUpdated : Apr 27, 2023, 12:36 AM IST
Kolkata Knight Riders

সংক্ষিপ্ত

পরপর ৪ ম্যাচে হারের পর বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে এবারের আইপিএল-এ তৃতীয় জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ৩ ম্যাচে জয়ের মধ্যে ২টিই এল আরসিবি-র বিরুদ্ধে।

পরপর ৪ ম্যাচে হার। দলের মনোবল তলানিতে গিয়ে ঠেকেছিল। সেখান থেকে জয়ে ফিরে কলকাতা নাইট রাইডার্স শিবিরে স্বস্তি। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারানোর পর কেকেআর অধিনায়ক নীতীশ রানার গলাতেও শোনা গেল সেই স্বস্তির সুর। কেকেআর অধিনায়ক বললেন, ‘গত ৩-৪ ম্যাচে টসের সময় আমি একটাই কথা বলে আসছিলাম, আমাদের দলের সবাই যদি একসঙ্গে ভালো খেলতে পারি, তাহলে ম্যাচের ফল আমাদের পক্ষেই যাবে। আমরা যে পরিস্থিতিতে ছিলাম তাতে এই পারফরম্যান্স দেখাতে হলে ড্রেসিংরুমে দৃঢ় চরিত্রের ক্রিকেটারদের থাকা দরকার। আমরা যে প্রত্যাবর্তন ঘটাতে পারব সেই বিশ্বাস সবসময়ই ছিল। আমরা প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করতে চেয়েছিলাম। যদিও খুব বেশি শিশির পড়ছিল না তবু আমাদের মনে হয়েছিল, ম্যাচের দ্বিতীয়ার্ধে বল ঘুরতে পারে। বল খুব বেশি ঘোরেনি, তবে আমরা ভালো বোলিং করেছি। আমি যখনই সূযশ শর্মার সঙ্গে কথা বলি, ও সবসময় বোলিং করতে তৈরি। ও সবসময় বলে, দলের জন্য ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি। আমরা ওকে বলি, বিপক্ষে কে আছে দেখার দরকার নেই, শুধু নিজের বোলিংয়ে মন দাও।’

ম্যাচের সেরা বরুণ চক্রবর্তী বলেছেন, ‘গত ম্যাচে আমি ৪৯ রান দিয়েছিলাম। এই ম্যাচে আমি ভালো বোলিং করলাম। এ বছর আমি বোলিংয়ে বৈচিত্র আনার বদলে ঠিক জায়গায় বল রেখে যাওয়ার উপর বেশি জোর দিচ্ছি। আমি বোলিংয়ে বেশি বৈচিত্র আনতে চাইনি। যে ওভারগুলিতে বোলিং করা কঠিন, সেই ওভারগুলিতে বোলিং করতে চাইছি। নীতীশের যখনই আমার বোলিং দরকার হচ্ছে তখনই আমাকে ডাকছে। এটা আমার ভালো লাগছে। আমার ছেলের জন্ম হয়েছে। আমি এখনও ওকে দেখতে পাইনি। আমি এই পারফরম্যান্স ছেলে ও স্ত্রীকে উৎসর্গ করছি।’

আন্দ্রে রাসেল বলেছেন, ‘আমাদের এই জয় সত্যিই দরকার ছিল। গত দুই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নামার সময় জানতাম, বড় স্কোর করতে পারলে বিপক্ষ দলের উপর চাপ তৈরি করতে পারব। আমাদের লক্ষ্য ছিল, পাওয়ার প্লে-তে ওদের ৫৫ রানের বেশি করতে দেব না। মাঝের ওভারগুলিতে আমরা ওদের চাপে ফেলে দিই। আমি বোলিং করার সময় সেরাটা দিতে চেয়েছিলাম। আমি ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখাতে পারছি না। কী করব বুঝতে পারছি না।’

আরও পড়ুন-

IPL 2023: ইডেনের পুনরাবৃত্তি চিন্নাস্বামীতে, আরসিবি-কে হারিয়ে ঘুরে দাঁড়াল কেকেআর

IPL 2023: মুম্বইকে সহজেই হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল গুজরাট

Sachin Tendulkar: সবসময় মাথা উঁচু করে চলেন, সচিনের জন্মদিনে শুভেচ্ছা যুবরাজের

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: আরসিবি ভক্তদের জন্য বিরাট সুখবর, সফল হল বেঙ্গালুরুর মাস্টার প্ল্যান?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: লখনউয়ে ঘন কুয়াশার জের, শুরু করা গেল না চতুর্থ টি-২০ ম্যাচ