Kuldeep Yadav: খুব তাড়াতাড়ি সুখবর দিতে চলেছেন, কার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন কুলদীপ?

সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের অন্যতম সেরা স্পিনার কুলদীপ যাদব। ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই স্পিনার। এবারের টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলেও ছিলেন কুলদীপ।

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব। তিনি এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আপনারা খুব তাড়াতাড়ি ভালো খবর পাবেন। তবে আমি কোনও অভিনেত্রীকে বিয়ে করছি না। ও যাতে আমার ও আমার পরিবারের যত্ন নিতে পারে, সেটা গুরুত্বপূর্ণ।’ ক্রিকেট মহলে জল্পনা চলছিল, কোনও বলিউড তারকার সঙ্গে বিয়ে হতে পারে কুলদীপের। কিন্তু এই ক্রিকেটার স্পষ্ট করে দিয়েছেন, তিনি কোনও অভিনেত্রীকে বিয়ে করছেন না। সাধারণ কোনও তরুণীকেই বিয়ে করছেন এই ক্রিকেটার। তিনি বিয়ের পরেও পরিবারের সবার সঙ্গে মিলে সাধারণভাবেই থাকতে চান। সুখে দিন কাটানোই তাঁর লক্ষ্য।

ব্যক্তিগত জীবন নিয়ে ভাবনা কুলদীপের

Latest Videos

আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল-এ দুর্দান্ত সাফল্য পেয়েছেন কুলদীপ। এবার তিনি ব্যক্তিগত জীবন নিয়ে ভাবছেন। ক্রিকেটে যেমন দলকে জেতানোর জন্য আলাদা পরিকল্পনা করেন এই স্পিনার, তেমনই পারিবারিক জীবনেও সুখী হওয়ার জন্য তিনি বিশেষ পরিকল্পনা করছেন। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার মতো সতীর্থর পথে হাঁটছেন না কুলদীপ। তিনি কোনও অভিনেত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন না।

ক্রিকেটপ্রেমীদের ভালোবাসা, আবেগ দেখে আপ্লুত কুলদীপ

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর গত বৃহস্পতিবার সকালে বার্বাডোজ থেকে নয়াদিল্লিতে ফেরে ভারতীয় দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ক্রিকেটাররা। এরপর মুম্বইয়ে বাস প্যারেডে যোগ দেন তাঁরা। টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ক্রিকেটারদের স্বাগত জানানোর জন্য মুম্বইয়ের রাস্তায় নামেন কয়েক লক্ষ মানুষ। এরপর নিজের শহর কানপুরে পৌঁছেও ক্রিকেটপ্রেমীদের আবেগের পরিচয় পান কুলদীপ। তাঁক অভ্যর্থনা জানানোর জন্য আতসবাজি, ঢোল, সঙ্গীতের ব্যবস্থা করেন কানপুরের মানুষ। এই অভ্যর্থনা পেয়ে আপ্লুত কুলদীপ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Taylor Swift-Kuldeep Yadav: কুলদীপ যাদবের বোলিং অ্যাকশনে টেলর স্যুইফট! সরগরম সোশ্যাল মিডিয়া

Kuldeep Yadav: কীভাবে সাফল্য পাচ্ছেন কুলদীপ যাদব? ব্যাখ্যা অনিল কুম্বলের

Kuldeep Yadav: সূর্যকুমারের ২ মিনিটের পেপ টক উজ্জীবিত করেছে, জানালেন কুলদীপ

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury