নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টি-২০ সিরিজে ভারতীয় দলে নেই রোহিত-বিরাট, নেতৃত্বে হার্দিক

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই, টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। এই সিরিজের জন্য দল ঘোষণা করা হল।

কয়েকদিন আগেই রোহিত শর্মা জানিয়েছেন, তিনি এখনই টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছেন না। ফের ভারতের হয়ে টি-২০ ম্যাচ খেলতে চান। কিন্তু তাঁর সেই আশাপূরণ হবে কি না সে ব্যাপারে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। বিসিসিআই-এর পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিরাট কোহলি, রোহিত, কে এল রাহুলের মতো সিনিয়রদের আর টি-২০ দলে সুযোগ দেওয়া হবে না। সেই সিদ্ধান্ত অনুযায়ী নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে রাখা হল না বিরাট, রোহিত, রাহুলকে। এই সিরিজেও ভারতীয় দলের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া। ওডিআই সিরিজের দলে অবশ্য রোহিত-বিরাট আছেন। ওডিআই দলের নেতৃত্বে আছেন রোহিতই। পারিবারিক কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ছুটি চেয়ে নিয়েছেন রাহুল ও অক্ষর প্যাটেল। বলিউড তারকা সুনীল শেট্টির মেয়ে আথিয়ার সঙ্গে কয়েকদিন পরেই রাহুলের বিয়ে বলে শোনা যাচ্ছে। সেই কারণেই হয়তো ছুটি নিয়েছেন। তবে অক্ষর কেন এই সিরিজে খেলছেন না সেটা জানা যায়নি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কে এস ভরত, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমরান মালিক।

Latest Videos

টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে আছেন- হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ ও মুকেশ কুমার।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় দলে নেই কেরালার উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান তিনি। সেই চোটের কারণে সিরিজের বাকি ম্যাচগুলি থেকে ছিটকে যান এই ক্রিকেটার। তাঁর বদলে দলে নেওয়া হয় জীতেশ শর্মাকে। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও খেলার সুযোগ পেলেন না সঞ্জু। তাঁর বদলে এই সিরিজেও ভারতীয় দলে আছেন জীতেশ।

ঈশান কিষাণ ওডিআই সিরিজে এক নম্বর উইকেটকিপার হিসেবে থাকবেন। চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে ঋষভ পন্থকে। তাঁর বদলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে আছেন কে এস ভরত। টি-২০ সিরিজের দলেও আছেন ঈশান।

আরও পড়ুন-

এসএ২০ লিগের শুরুতেই চমকপ্রদ পারফরম্যান্স, আইপিএল মাতাতে পারেন ডনোভান ফেরেইরা

তালিবানই সিরিজ বাতিল করতে বাধ্য করেছে, দাবি ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটিভের

২০১৬ সালে ধোনিকে সরিয়ে সীমিত ওভারের নেতৃত্বও চাইছিলেন বিরাট, দাবি শ্রীধরের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |