চেন্নাইয়ে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েনি। তবে চিপকে আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের ঝড়ে বিধ্বস্ত হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ।
গৌতম গম্ভীর ফিরতেই সাফল্য এল। সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স। তিনবারই দলের সদস্য ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন। গত কয়েক বছর ধরে কেকেআর-এর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও, দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি অপর এক ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এবার তাঁর সেই আফশোস মিটল। কেকেআর-এর হয়ে প্রথম মরসুমেই অসামান্য পারফরম্যান্স দেখালেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, রমনদীপ সিংরাও ভালো পারফরম্যান্স দেখালেন। যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হল কেকেআর।
ফুৎকারে হায়দরাবাদকে উড়িয়ে দিল কেকেআর
আইপিএল ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর এই সিদ্ধান্ত যে ভুল, সেটা প্রথম ওভার থেকেই বুঝিয়ে দেন মিচেল স্টার্করা। ২১ রানে ৩ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি হায়দরাবাদ। ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। সর্বাধিক ২৪ রান করেন কামিন্স। কেকেআর-এর হয়ে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন আন্দ্রে রাসেল। ১৪ রান দিয়ে ২ উইকেট নেন স্টার্ক। ২৪ রান দিয়ে ২ উইকেট নেন হর্ষিত রানা। ২৪ রান দিয়ে ১ উইকেট নেন বৈভব অরোরা। ১৬ রান দিয়ে ১ উইকেট নেন নারিন। ৯ রান দিয়ে ১ উইকেট নেন বরুণ চক্রবর্তী।
ভেঙ্কটেশ আইয়ারের অপরাজিত অর্ধশতরান
১১৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০.৩ ওভারে ২ উইকেট হারিয়েই জয় ছিনিয়ে নেয় কেকেআর। ২৬ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ আইয়ার। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ করেন ৩৯ রান। অপর ওপেনার নারিন করেন ৬ রান। ৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024 Final KKR Vs SRH: সবচেয়ে বেশিবার আইপিএল ফাইনাল খেলা দলগুলির তালিকায় কত নম্বরে কেকেআর?
Gautam Gambhir: কেকেআর ছেড়ে জাতীয় দলের কোচ হবেন গম্ভীর? শাহরুখের দিকে তাকিয়ে বিসিসিআই