আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের যা কিছু সাফল্য সে সবই এসেছে গৌতম গম্ভীরের হাত ধরে। এবারও সাফল্যের জন্য সেই গম্ভীরের উপরেই ভরসা করছে কেকেআর।
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে যে সাফল্য পেয়েছেন, তার কৃতিত্ব শাহরুখ খানকেই দিলেন গৌতম গম্ভীর। দলের কর্ণধারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানিয়েছেন, 'আমি একটা কথা জানিয়ে দিতে চাই, আমাকে সামলানো খুব কঠিন। আমি এসআরকে ও ভেঙ্কি ভাইকে (কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর) ধন্যবাদ জানাতে চাই। ওঁরা আমার বদমেজাজ ভালোভাবে সামাল দিয়েছেন। দীর্ঘদিন ধরে ওঁরা একগুঁয়ে মনোভাব সামলেছেন। আমি সততার সঙ্গে লড়াই করতে ভালোবাসি। কীভাবে ম্যাচ হারতে হয় সেটা যেমন জানি. তেমনই কীভাবে জিততে হয় সেটাও জানি। আমি ২০১১ সালে যখন কেকেআর-এ যোগ দিই, তখন এসআরকে আমাকে একই কথা বলেন। তিনি আমাকে বলেন, এটা তোমার ফ্র্যাঞ্চাইজি। যা খুশি করো। আমি জানি না কী হবে। কিন্তু আমি একটা আশ্বাস দিতে পারি, আমি যখন এখান থেকে চলে যাব, তখন আমরা অনেক ভালো জায়গায় থাকব।'
কেকেআর-এর প্রতি কৃতজ্ঞ গম্ভীর
অনেকেই কেকেআর-এর সাফল্যের জন্য গম্ভীরকে কৃতিত্ব দেন। তবে ‘আমি একটা কথা স্পষ্ট করে দিতে চাই, আমি কেকেআর-কে সফল করে তুলিনি। কেকেআর আমাকে নেতা বানিয়েছে।’
ফের কেকেআর-কে সাফল্য এনে দেওয়ার লক্ষ্যে গম্ভীর
শুক্রবার শুরু হচ্ছে এবারের আইপিএল। শনিবার প্রথম ম্যাচ খেলতে নামছে কেকেআর। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে গম্ভীরের দল। এবার মাঠের বাইরে থেকেই দলকে সাফল্য এনে দিতে চান কেকেআর মেন্টর। ২০১২ ও ২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। গতবার লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা বিরাট কোহলির সঙ্গে মাঠেই বচসায় জড়ান। এবার সেই বিতর্ক ঝেড়ে ফেলে দলকে সাফল্য এনে দেওয়াই গম্ভীরের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: আইপিএল-ই বিশ্বের সেরা টি-২০ লিগ, মত কেকেআর তারকা মিচেল স্টার্কের
Kolkata Knight Riders: পার্থক্য গড়ে দেবেন মিচেল স্টার্ক, মত গৌতম গম্ভীরের