IPL 2024: আইপিএল-ই বিশ্বের সেরা টি-২০ লিগ, মত কেকেআর তারকা মিচেল স্টার্কের

এবারের আইপিএল-এ বিপুল দর পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। ভালো পারফরম্যান্স দেখিয়ে এই বিপুল দরের প্রতি সম্মান প্রদর্শনই স্টার্কের লক্ষ্য।

৯ বছর পর আইপিএল-এ খেলছেন মিচেল স্টার্ক। ২০১৪ ও ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ভালো পারফরম্যান্স দেখানোর পর সরে গিয়েছিলেন। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল। কিন্তু সেবার আর খেলা হয়নি। এবার সেই আফশোস মিটিয়ে নিতে চান এই অস্ট্রেলিয়ান পেসার। এবারের আইপিএল-এর মাধ্যমে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে চান স্টার্ক। তিনি এবারের আইপিএল-কে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। আইপিএল-কে বিশ্বের সেরা টি-২০ লিগ বলেও উল্লেখ করেছেন স্টার্ক। তিনি এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি হচ্ছেন। দলকে সাফল্য এনে দিতে চান স্টার্ক।

আইপিএল-এর চ্যালেঞ্জ নিতে তৈরি স্টার্ক

Latest Videos

ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্টার্ক বলেছেন, ‘আমি ৯ বছর পর আইপিএল-এ খেলছি। ২০১৮ সালেই আমার কেকেআর-এর হয়ে খেলার কথা ছিল। এবার এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরেছি। এবার আমি সোনালি-বেগুনি জার্সি পরে ভালো পারফরম্যান্স দেখাতে চাই। ২০১৪ ও ২০১৫ সালে আমি আরসিবি-র হয়ে খেলেছিলাম। সে কথা মনে আছে। এবার ভালো পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি হচ্ছি। আমাদের দলে একঝাঁক নতুন খেলোয়াড় আছে। অনেক খেলোয়াড়ের সঙ্গেই আমার এখনও দেখা হয়নি। অনেক ক্রিকেটার-কোচের সঙ্গে এর আগে একই দল বা বিপক্ষ দলেও থাকিনি। ফলে এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ।’

নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি স্টার্ক

এবারের আইপিএল সম্পর্কে স্টার্ক আরও বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে এমন কয়েকজনের সঙ্গেই এখনও পর্যন্ত আমার দেখা হয়নি। ওদের সঙ্গে কোনওদিন একই দলে যেমন খেলিনি, তেমনই বিপক্ষ দলেও খেলিনি। ওদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। আইপিএল বিশ্বের সেরা টি-২০ লিগ। আমি ফের এই লিগে খেলার জন্য তৈরি হচ্ছি। আমি চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

MS Dhoni: চিপকে অনুশীলনে বিশাল ওভার-বাউন্ডারি ধোনির, ভাইরাল ভিডিও

Rishabh Pant: দুর্ঘটনার পর ক্রিকেটের প্রতি ভালোবাসা বেড়ে গিয়েছে: ঋষভ পন্থ

ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ থেকেই চালু হচ্ছে নতুন নিয়ম 'স্টপ ক্লক'

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy
'যা করার প্রথম পাঁচ দিনে করে দিয়েছে মমতার পুলিশ', সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতেই মন্তব্য সুকান্তর
স্কুলে যাওয়ার জন্য ডাকতেই চোখের সামনে আসলো ভয়ানক দৃশ্য! শেষে নিজের মায়ের হাতেই এইরকম হলো | Canning
রায় ঘোষণার পর কোর্টে চিৎকার! বিচারকের সামনে বিস্ফোরক দাবী সঞ্জয়ের | RG Kar latest news | RG Kar Case
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral