MS Dhoni: আরসিবি-কে প্লে-অফের পৌঁছতে সাহায্য করল ধোনির ১১০ মিটারের ওভার-বাউন্ডারি?

এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। তবে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পরেও ধোনিকে নিয়ে আলোচনা চলছে।

চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির জন্যই প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু! শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-সিএসকে ম্যাচের পর থেকে এই আলোচনা চলছে। এই ম্যাচের শেষ ওভারে ১৭ রান করতে পারলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করত সিএসকে। বোলিং করতে যান যশ দয়াল। প্রথম বলেই ১১০ মিটার লম্বা ওভার-বাউন্ডারি মারেন ধোনি। বল স্টেডিয়ামের বাইরে চলে যায়। সেই বল আর খুঁজে পাওয়া যায়নি। ফলে বল বদল করতে বাধ্য হন আম্পায়াররা। এই ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে যান ধোনি। পরের ৪ বলে মাত্র ১ রান করতে সক্ষম হয় সিএসকে। ফলে প্লে-অফে পৌঁছে যায় আরসিবি।

ধোনির অবদানের কথা স্বীকার কার্তিকের!

Latest Videos

সিএসকে-র বিরুদ্ধে জয় পাওয়ার পর বল হারিয়ে দেওয়ার জন্য ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন আরসিবি উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক। আরসিবি-র পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশ্যে কার্তিক বলছেন, ‘আজ সবচেয়ে ভালো যেটা হয়েছে সেটা হল, ছক্কা মেরে মাঠের বাইরে বল পাঠিয়ে দেয় ধোনি। এরপর আমরা নতুন বল পেয়ে যাই। এই বল অনেক ভালো ছিল।’

আইপিএল-এ শেষ ম্যাচ খেললেন ধোনি?

শনিবার ভালো পারফরম্যান্স দেখিয়েও সিএসকে-কে জেতাতে পারলেন না ধোনি। প্রথমে ফিল্ডিং করার সময় জোড়া স্টাম্পিং করেন তিনি। এরপর বিশাল টার্গেট তাড়া করার সময় ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৩ বলে ২৫ রান করেন ধোনি। এই ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। শেষ ওভারে জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন তিনি। কিন্তু জয় এল না। এই ম্যাচের পর থেকেই আলোচনা চলছে, আইপিএল-এ হয়তো শেষ ম্যাচ খেললেন ধোনি। যদিও এ ব্যাপারে কেউই নিশ্চিত নন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: গতবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে-র বিদায়, প্লে-অফে আরসিবি

Rohit Sharma: মুম্বই ইন্ডিয়ানসের হয়ে শেষ ম্যাচ? ওয়াংখেড়েতে রোহিত শর্মাকে অভিবাদন সমর্থকদের, ভাইরাল ভিডিও

IPL 2024: মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়েও প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল লখনউ সুপার জায়ান্টস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury