বিরাট কোহলি কি প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবেন? ভারতীয় ক্রিকেট মহলে এখন এই সম্ভাবনা নিয়ে জোরদার আলোচনা চলছে। পরিস্থিতি বিরাটের অনুকূলে।
মরণ-বাঁচন ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ২৭ রানে হারিয়ে চলতি আইপিএল-এর প্লে-অফের যোগ্যতা অর্জন করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২১৮ রান করে আরসিবি। জবাবে ৭ উইকেটে ১৯১ রান করল সিএসকে। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে ১৮ রানে জয় পেতে হত আরসিবি-কে। শেষ ওভারে ভালো বোলিং করে দলকে জয় এনে দিলেন যশ দয়াল। সিএসকে-র হয়ে ভালো ব্যাটিং করলেন রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তাঁদের পক্ষে দলকে প্লে-অফে নিয়ে যাওয়া সম্ভব হল না। শনিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই ধোনি আইপিএল-এ শেষ ম্যাচ খেলে ফেললেন কি না, এই জল্পনা বেড়ে গেল।
মরিয়া লড়াইয়ে জয় আরসিবি-র
এদিন শুরু থেকেই জয়ের জন্য মরিয়া ছিল আরসিবি। ব্যাটারদের মধ্যে সর্বাধিক ৫৪ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। বিরাট কোহলি করেন ৪৭ রান। রজত পতিদার করেন ৪১ রান। ১৭ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন। ৬ বলে ১৪ রান করেন দীনেশ কার্তিক। ৫ বলে ১৬ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। সিএসকে-র হয়ে জোড়া উইকেট নেন শার্দুল ঠাকুর। ১ উইকেট করে নেন তুষার দেশপাণ্ডে ও মিচেল স্যান্টনার।
বিফলে দুই রবীন্দ্রর লড়াই
সিএসকে-র বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, ব্যাটাররা লড়াই করলেন। সর্বাধিক ৬১ রান করেন ওপেনার রাচিন রবীন্দ্র। অজিঙ্কা রাহানে করেন ৩৩ রান। ২২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন জাডেজা। ১৩ বলে ২৫ রান করেন ধোনি। আরসিবি-র হয়ে জোড়া উইকেট নেন দয়াল। ১ উইকেট করে নেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ, লকি ফার্গুসন ও গ্রিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়েও প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল লখনউ সুপার জায়ান্টস
IPL 2024: আইপিএল-এ লিগ পর্যায় শেষের দিকে, কারা অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে?