IPL 2024: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের লড়াই জমিয়ে দিল আরসিবি

এবারের আইপিএল-এ প্লে-অফের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। একাধিক দল প্লে-অফের লড়াইয়ে আছে। সরকারিভাবে শুধু কলকাতা নাইট রাইডার্সই এখনও পর্যন্ত প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে।

দিল্লি ক্যাপিটালসকে ৪৭ রানে হারিয়ে চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে টিকে থাকল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৮৭ রান করে আরসিবি। জবাবে ১৯.১ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে গেল দিল্লি। এই জয়ের ফলে ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৫ নম্বরে উঠে এল আরসিবি। শেষ ম্যাচে জয় পেলে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেন বিরাট কোহলিরা। অন্যদিকে, এদিন হেরে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে নেমে গেল দিল্লি। আরসিবি-র সঙ্গে পয়েন্ট সমান হলেও, রান রেটে পিছিয়ে দিল্লি।

আরসিবি-র নায়ক রজত পতিদার

Latest Videos

দিল্লির বিরুদ্ধে আরসিবি-র হয়ে সর্বাধিক ৫২ রান করেন রজত পতিদার। তাঁর ৩২ বলের ইনিংসে ছিল ৩টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ২৯ বলে ৪১ রান করেন উইল জ্যাকস। ২৪ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন। ১৩ বলে ২৭ রান করেন বিরাট কোহলি। অধিনায়ক ফাফ ডু প্লেসি ৭ বলে ৬ রান করেন। ৮ বলে ১৩ রান করেন মহীপাল লোমরোর। ২ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান দীনেশ কার্তিক। প্রথম বলেই আউট হয়ে যান স্বপ্নিল সিং। ৪ বলে ৬ রান করেন করণ শর্মা। কোনও বল খেলার আগেই রান আউট হয়ে যান মহম্মদ সিরাজ (০)। দিল্লির হয়ে ২ উইকেট করে নেন খলিল আহমেদ ও রাসিক সালাম। ইশান্ত শর্মা, মুকেশ কুমার ও কুলদীপ যাদব ১ উইকেট করে নেন।

বিফলে অক্ষর প্যাটেলের লড়াই

এই ম্যাচে দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল ৩৯ বলে ৫৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ২৩ বলে ২৯ রান করেন শাই হোপ। ৮ বলে ২১ রান করেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক। আরসিবি-র হয়ে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন যশ দয়াল। ২৩ রান দিয়ে ২ উইকেট নেন লকি ফার্গুসন। ৯ রান দিয়ে ১ উইকেট নেন স্বপ্নিল। ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন সিরাজ। ১৯ রান দিয়ে ১ উইকেট নেন গ্রিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: লো-স্কোরিং ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে সহজ জয়, প্লে-অফের আরও কাছে সিএসকে

IPL 2024: মুম্বইয়ের বিরুদ্ধে সহজ জয়, আইপিএল-এর প্লে-অফে কলকাতা নাইট রাইডার্স

Sai Sudharsan: সিএসকে-র বিরুদ্ধে শতরান, সচিন-রুতুরাজের রেকর্ড ভাঙলেন সুদর্শন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar