
Abhishek Nayar returns to Kolkata Knight Riders: ভারতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ফিরলেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। শনিবার কেকেআর-এর পক্ষ থেকে এ কথা ঘোষণা করা হয়েছে। কলকাতা পৌঁছে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) গিয়ে দলে যোগও দিয়েছেন অভিষেক। তিনি সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না অন্য কোনও ভূমিকায় থাকবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ভারতীয় দল থেকে ছাঁটাইয়ের পরেই যেভাবে অভিষেককে কেকেআর-এ ফেরানো হল, তাতে যে তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে। চলতি আইপিএল-এ ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না কেকেআর। এই পরিস্থিতিতে অভিষেকের অভিজ্ঞতা দলকে সাহায্য করতে পারে।
কোচ হিসেবে অভিজ্ঞ অভিষেক
আইপিএল-এর পাশাপাশি ভারতীয় দলের সহকারী কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে অভিষেকের। তিনি ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করেছেন। রোহিত শর্মা (Rohit Sharma), দীনেশ কার্তিক (Dinesh Karthik), রিঙ্কু সিংয়ের (Rinku Singh) মতো তারকাদের ফর্মে ফিরতে সাহায্য করেছেন অভিষেক। তিনি গত বছরের আইপিএল-এও কেকেআর-এ গম্ভীরের সহকারী হিসেবে কাজ করেছেন। তারপর গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর তাঁর সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান অভিষেক। তিনি ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছিলেন। তবে শুক্রবার ফিল্ডিং কোচ টি দিলীপ, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইয়ের পাশাপাশি অভিষেককেও ছাঁটাই করেছে বিসিসিআই। চাকরি হারানোর পরেই নতুন দায়িত্ব পেয়ে গেলেন অভিষেক।
সোমবার কেকেআর-এর সামনে গুজরাট
সোমবার ইডেনে গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। এখন পয়েন্ট তালিকায় সাত নম্বরে আছে কেকেআর। গুজরাটকে হারিয়ে পয়েন্ট তালিকায় উপরের দিকে যাওয়াই কেকেআর-এর লক্ষ্য। না হলে প্লে-অফের যোগ্যতা অর্জন কঠিন হয়ে যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।