IPL 2025: ফের অক্ষর প্যাটেলের অসাধারণ ব্যাটিং, গুজরাটের বিরুদ্ধে বড় স্কোর দিল্লির

Published : Apr 19, 2025, 05:38 PM ISTUpdated : Apr 19, 2025, 05:57 PM IST
Delhi Capitals captain Axar Patel (Photo: IPL/BCCI)

সংক্ষিপ্ত

IPL 2025 GT vs DC: চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। সামান্য পিছিয়ে তৃতীয় স্থানে গুজরাট টাইটানস (Gujarat Titans)। শনিবার এই দুই দলের লড়াই জমে উঠেছে।

IPL 2025 Gujarat Titans vs Delhi Capitals: আইপিএল ২০২৫-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ব্যাটিংয়ে দলকে নেতৃত্ব দিলেন অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। তিনি সর্বাধিক ৩৯ রান করলেন। ওপেনার অভিষেক পোড়েল (Abishek Porel) ৯ বলে ১৮ রান করেন। অপর ওপেনার করুণ নায়ার (Karun Nair) ১৮ বলে ৩১ রান করেন। কে এল রাহুল (KL Rahul) ১৪ বলে ২৮ রান করেন। ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ২১ বলে ৩১ রান করেন। আশুতোষ শর্মা (Ashutosh Sharma) ১৯ বলে ৩৭ রান করেন। বিপ্রজ নিগম (Vipraj Nigam) প্রথম বলেই আউট হয়ে যান। ডনোভান ফেরেইরা (Donovan Ferreira) ৩ বল খেলে ১ রান করেন। মিচেল স্টার্ক (Mitchell Starc) ২ রান করে অপরাজিত থাকেন। ৪ রান করে অপরাজিত থাকেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ৮ উইকেটে ২০৩ রান করে দিল্লি ক্যাপিটালস।

প্রসিদ্ধ কৃষ্ণর অসাধারণ বোলিং

গুজরাট টাইটানসের হয়ে অসাধারণ বোলিং করলেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। এই পেসার ৪ ওভার বোলিং করে ৪১ রান দিয়ে ৪ উইকটে নিলেন। ৪ ওভার বোলিং করে ৪৭ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ৪ ওভারে ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন আর্শাদ খান (Arshad Khan)। ৩ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন ইশান্ত শর্মা (Ishant Sharma)। শেষ ওভারে বোলিং করে ৯ রান দিয়ে ১ উইকেট নেন (Ravisrinivasan Sai Kishore)।

ষষ্ঠ জয় পাবে দিল্লি?

চলতি আইপিএল-এ শনিবারের আগে পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। গুজরাট টাইটানসের বিরুদ্ধে জয় পেলে সপ্তম ম্যাচে ষষ্ঠ জয় পাবেন অক্ষররা। ২০৪ রানের টার্গেট তাড়া করে গুজরাটের পক্ষে জয় পাওয়া অত্যন্ত কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে