IPL 2025: এবার লালা ব্যবহার করা যাবে বলে! আইপিএল শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিল বোর্ড

Published : Mar 22, 2025, 12:07 AM IST
ipl trophy 2024.jfif

সংক্ষিপ্ত

আইপিএল (IPL 2025) শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। জানা যাচ্ছে, আসন্ন আইপিএলে বলে লালা ব্যবহার করা যাবে।

IPL 2025: আইপিএল (IPL 2025) দলগুলির প্রায় সব অধিনায়কই এই সিদ্ধান্তে সহমত হয়েছেন বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। তবে আইসিসি (ICC) আগামীদিনে এই নিয়ম আবার চালু করবে কিনা, সেই নিয়ে এখনও সংশয় রয়েছে।

কোভিড পরবর্তী সময়ে বলে লালা ব্যবহার নিয়ে সাময়িক একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আইসিসির তরফে। কারণ, পুরোটাই ছিল সতর্কতামূলক একটা ব্যবস্থা। পরে ২০২২ সালে, সেই নিষেধাজ্ঞাকে স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি, কোভিডের সময় লালা নিয়ে আইসিসি-র সেই নিষেধাজ্ঞা মেনে চলত আইপিএলও।

কিন্তু আইপিএলে যদি আইসিসি-র সেই নির্দেশিকা এখন না মানা হয়, তাহলেও বিশেষ কিছু সমস্যা হওয়ার কথা নয়। কারণ, আইপিএল ভারতের একটি ঘরোয়া টুর্নামেন্ট। তাছাড়া এখন আর কোভিডও নেই। তাই সেই নিয়ম মেনে চলার বাধ্যবাধকতাও নেই এই মুহূর্তে। তাই অধিকাংশ অধিনায়কই বলে লালা ব্যবহারের পক্ষেই সায় দিয়েছেন বলে জানা গেছে।

এছাড়াও আইপিএল-এর নিয়মে আরও দুটি বদল আনা হয়েছে। বৃহস্পতিবার, ক্যাপ্টেন্স মিটের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে ১১ ওভারের পর, নতুন বল ব্যবহার করা যাবে। তবে তার জন্য বেশ কয়েকটি শর্তও রয়েছে। যদি মাঠে অত্যধিক শিশির পড়ে, তাহলেই ব্যবহার করা যাবে নতুন বল।

খেলার, ১১তম ওভারে বল পরীক্ষা করবেন আম্পায়াররা। তারা যদি অনুমতি দেন, তবেই একমাত্র অধিনায়করা নতুন বল ব্যবহার করতে পারবেন বলে জানা গেছে। তবে সেটি একেবারেই নতুন নয়! ব্যবহৃত বলই বোলারদের দেওয়া হবে ব্যবহার করার জন্য।

শুধু তাই নয়, ওয়াইড বলের রিভিউ নেওয়ার ক্ষেত্রেও চালু হচ্ছে নতুন এক নিয়ম। এতদিন অনফিল্ড আম্পায়ার ওয়াইড বল ডাকলে তবেই বোলিং টিমের অধিনায়ক ডিআরএস নিতে পারতেন। এমনকি, ব্যাটাররাও মনে করলে কোনও বৈধ ডেলিভারিকে ওয়াইড ডাকার জন্য রিভিউ নিতে পারেন।

কিন্তু এবার সেই রিভিউকে আরও শক্তিশালী করে তুলতে হক-আই এবং বল ট্র্যাকিং শুরু করছে আইপিএল কর্তৃপক্ষ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে