IPL 2025: নজিরবিহীন ঘটনা আইপিএলে! টুর্নামেন্ট শুরুর আগেই নির্বাসিত এই তারকা, কিন্তু কেন?

Published : Mar 14, 2025, 03:09 PM IST
ipl trophy 2024.jfif

সংক্ষিপ্ত

আইপিএল (IPL 2025) থেকে নির্বাসিত এই তারকা ক্রিকেটার। নিলামে (Mega Auction) বিশাল পরিমাণ টাকা দিয়েও তাঁকে কেনা হয়।

IPL 2025: কিন্তু তারপর জাতীয় দলের কথা ভেবে হটাৎই সরে দাঁড়িয়েছেন আইপিএল  (IPL 2025)থেকে। আর তার জেরেই এবার বড়সড় শাস্তি পেতে চলেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক (Harry Brook)। ইতিমধ্যেই বিসিসিআই-এর তরফ থেকে এই ইংল্যান্ডের (England) ব্যাটারের সঙ্গে যোগাযোগ করে শাস্তির বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

তবে এবারই প্রথম নয়। গত বছরও পারিবারিক কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন ব্রুক। প্রসঙ্গত, গতবছর মেগা অকশনের আগে থেকেই একগুচ্ছ নতুন নিয়ম চালু করে বিসিসিআই (BCCI)। কারণ, অতীতে একাধিকবার দেখা গেছে যে, মেগা নিলামে বিরাট দাম পেয়েও আইপিএল শুরুর আগে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন একাধিক তারকা (IPL 2025 Fixture)।

চোট বা ব্যক্তিগত কারণ দেখিয়ে, তারা সরে দাঁড়ান। কিন্তু ভারতীয় বোর্ড এবার জানিয়ে দেয় যে, ২০২৫ সালের আইপিএল নিলামে বিক্রি হওয়ার পর যদি কোনও ক্রিকেটার দুম করে সরে দাঁড়ান, তাহলে পরের দুটি অকশন থেকে তাঁকে নির্বাসিত করা হবে (IPL 2025 News)।

অর্থাৎ, সরে দাঁড়ানোর পরের দুটি মরশুমে আইপিএল খেলতে পারবেন না সেই বিদেশি ক্রিকেটার। ফলে, এই নিয়ম চালু হতেই বেকায়দায় পড়েছেন ব্রুক। কারণ, আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার। তাঁকে ৬.২৫ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছিল দিল্লী ক্যাপিটালস। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার কয়েকদিন আগেই একটি বিবৃতি দিয়ে তিনি জানিয়ে দেন, ২০২৫ সালের আইপিএলে তিনি খেলবেন না। কারণ, জাতীয় দলের হয়ে খেলাকেই প্রাধান্য দিতে চান হ্যারি।

যদিও দিল্লী দল এবং তাদের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন ব্রুক। উল্লেখ্য, গত আইপিএলেও ব্রুককে সই করায় দিল্লী। কিন্তু দিদার মৃত্যুর জেরে মেগা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।

আইপিএল-এর ইতিহাসে ব্রুকই হলেন প্রথম ক্রিকেটার, যিনি ২ বছরের জন্য নির্বাসিত হলেন। বিসিসিআই সূত্রে জানা গেছে, নির্বাসনের বিষয়টি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ব্রুক, দুই পক্ষকেই জানিয়ে দেওয়া হয়েছে। আর বোর্ডের তৈরি নিয়ম প্রত্যেক ক্রিকেটারকেই মানতে হবে পরিষ্কার বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। তাই আগামী ২ বছর আর আইপিএল নিলামে নাম লেখাতে পারবেন না ব্রুক।

দেখা গেলে আবার তিনবছর পর মেগা অকশনে ফের দেখা যেতে পারে তাঁকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?