
Rajasthan Royals: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) নেতৃত্ব দেওয়ার ক্ষমতার প্রশংসা করেছেন আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি ভারতীয় দলের হয়ে খেলার সময় দ্রাবিড়ের সঙ্গে কাজ করেছেন। এবার আইপিএল চলাকালীন রাজস্থান রয়্যালসের প্রধান কোচ দ্রাবিড়ের কাছ থেকে অনেক কিছু শিখতে চান বলে জানিয়েছেন অধিনায়ক সঞ্জু। ২৩ মার্চ এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচ খেলবেন রাজস্থান রয়্যালস। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবেন সঞ্জুরা। তার আগে রাজস্থান রয়্যালসের প্রস্তুতি শিবির শুরু হয়ে গিয়েছে। বাঁ পায়ে চোট নিয়েই প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন দ্রাবিড়। তিনি দলে যোগ দেওয়ায় সঞ্জুরা অনুপ্রাণিত।
দ্রাবিড়ের প্রতি শ্রদ্ধাশীল দ্রাবিড়
দ্রাবিড়ের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে সঞ্জু বলেছেন, মাঠের ভিতরে এবং বাইরে উদাহরণ তৈরি করে অন্যদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। দ্রাবিড়ের এই ক্ষমতায় সবাই মুগ্ধ। রাজস্থান রয়্যালসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি জিওহটস্টার স্পেশালে সঞ্জু বলেছেন, 'একজন মানুষ হিসেবে তাঁর থেকে অনেক কিছু শেখার আছে। একজন অধিনায়ক হিসেবে তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিতেন। মাঠের বাইরেও তিনি দলকে নেতৃত্ব দিতেন। ছোট ছোট ঘটনাগুলো, তিনি কীভাবে তরুণদের সাথে ব্যবহার করতেন, কীভাবে সিনিয়রদের যত্ন নিতেন, কীভাবে যোগাযোগ করতেন, মিটিংয়ের সময় কীভাবে কথা বলতেন, এই সমস্ত কিছু আমি নীরবে পর্যবেক্ষণ করতাম এবং আমার মনে হয় আমিও কিছুটা একই কাজ করি।'
দ্রাবিড়ের নেতৃত্বে খেলেছেন সঞ্জু
২০১৩ সালে প্রথমবার আইপিএল-এ খেলেন সঞ্জু। সেই সময় রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। সেবারের আইপিএল-এ ১০ ইনিংসে একটি অর্ধশতরান-সহ ২০৬ রান করেছিলেন সঞ্জু। আইপিএল-এর পাশাপাশি জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও দ্রাবিড়কে পেয়েছেন সঞ্জু। তিনি দ্রাবিড়ের পদাঙ্ক অনুসরণ করেই চলতে চান। এবার তাঁকে সাহায্য করার জন্য আছেন দ্রাবিড়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।