আইপিএল-এ সফলতম অধিনায়কদের অন্যতম মহেন্দ্র সিং ধোনি। তিনি আগামী আইপিএল-এও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। তাঁকে রিটেইন করেছে সিএসকে। তবে ধোনি আর কতদিন আইপিএল-এ খেলবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
আইপিএল থেকে অবসর নিয়ে কী পরিকল্পনা করছেন মহেন্দ্র সিং ধোনি? জানালেন সিএসকে সিইও
মহেন্দ্র সিং ধোনির অবসরের পরিকল্পনা প্রসঙ্গে চেন্নাই সুপার কিংসের সিইও জানিয়েছেন, ‘মাহি ভাই কী করবেন, সেটা শুধু তিনিই জানেন। শেষমুহূর্তে তাঁর সিদ্ধান্তের কথা জানা যায়। সিএসকে-র জন্য তাঁর আবেগের কথা সবারই জানা। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চেন্নাইয়েই শেষ ম্যাচ খেলতে চান।’
চেন্নাই সুপার কিংসের সিইও আরও বলেছেন, ‘মহেন্দ্র সিং ধোনি যতদিন খেলতে চাইবেন, তাঁর জন্য দরজা খোলা থাকবে। আমি তাঁর নিষ্ঠা, দায়বদ্ধতার কথা জানি। আমি নিশ্চিত, তিনি বরাবরের মতো এবারও উপযুক্ত সিদ্ধান্তই নেবেন।’
আইপিএল-এর প্রথম মরসুম থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি
২০০৮ সালে শুরু হয়েছে আইপিএল। প্রথম মরসুম থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি।
আগামী আইপিএল-এ বয়স্কতম ক্রিকেটার হিসেবে রিটেইনড মহেন্দ্র সিং ধোনি
২০২৫ সালের আইপিএল-এর জন্য সব ফ্র্যাঞ্চাইজ মিলিয়ে যে ক্রিকেটারদের রিটেইন করা হয়েছে, তাঁদের মধ্যে সবচেয়ে বয়স্ক মহেন্দ্র সিং ধোনি।
আইপিএল থেকে অবসর নেওয়ার আগে ফের চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করতে চান মহেন্দ্র সিং ধোনি
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অবসর নেওয়ার আগে আরও একবার চ্যাম্পিয়ন হওয়াই তাঁর লক্ষ্য।