MS Dhoni Retirement: গত কয়েক বছর ধরে আইপিএল-এ (IPL 2025) অন্যতম চর্চার বিষয় হল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অবসর। শনিবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হারের পর ফের সেই জল্পনা তৈরি হয়েছে।
MS Dhoni Retirement Plan: এখন বয়স ৪৩ বছর। ৭ জুলাই ৪৪ বছর পূর্ণ করবেন। তারপর কি আগামী বছরের আইপিএল-এ (IPL 2025) খেলবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)? শনিবার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ম্যাচের পর থেকে নতুন করে এই আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে এক পডকাস্ট শোয়ে অবসরের পরিকল্পনার বিষয়ে মুখ খুলেছেন ধোনি। তিনি বলেছেন, ‘না, আমি এখনই অবসর নিচ্ছি না। আমি এখনও আইপিএল-এ খেলছি। আমার কাছে বিষয়টি খুব সহজ। আমি প্রতি বছরের জন্য পরিকল্পনা করছি। এখন আমার বয়স ৪৩ বছর। আইপিএল ২০২৫ শেষ হওয়ার পর আমার বয়স ৪৪ বছর হয়ে যাবে। ফলে আগামী বছরের আইপিএল-এ খেলব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কাছে ১০ মাস আছে। কিন্তু এ বিষয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। আমার শরীরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এখনও এক বছর আছে। আগামী বছর কী করব পরে দেখা যাবে।’
ধোনির অবসর নিয়ে ভাবছেন না সিএসকে কোচ
শনিবারের ম্যাচের পর ধোনির অবসর নিয়ে সিএসকে-র প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংকে প্রশ্ন করা হয়েছিল। তিনি অবশ্য এ বিষয়ে স্পষ্ট কোনও জবাব দেননি। ধোনির সঙ্গে অবসরের বিষয়ে কোনও কথা হয়নি বলে দাবি করেছেন ফ্লেমিং। তিনি বলেছেন, ‘আমার এ বিষয়ে কোনও ধারণা নেই। আমি এখনও ওর সঙ্গে কাজ করা উপভোগ করছি। ও এখনও ভালোভাবে খেলছে। আমি এখন আর ওকে ভবিষ্যতের পরিকল্পনার বিষয়ে কিছু জিজ্ঞাসা করি না।’
সমালোচনার মুখে ধোনি
শনিবারের ম্যাচে মন্থর ব্যাটিং করে সিএসকে সমর্থকদের রোষের মুখে পড়েছেন ধোনি। ফলে তিনি যদি ভালো ব্যাটিং করতে না পারেন, তাহলে চাপ বাড়বে। সিএসকে ম্যানেজমেন্ট পাশে থাকলেও, সমর্থকরা বিরূপ হলে ধোনির পক্ষে আইপিএল-এ খেলা চালিয়ে যাওয়া মুশকিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।