MS Dhoni: 'আমি হুইলচেয়ারে থাকলেও টেনে নিয়ে যাবে,' সিএসকে-র হয়ে খেলা নিয়ে স্পষ্ট বার্তা ধোনির

IPL 2025: রবিবার আইপিএল ২০২৫ অভিযান শুরু করছে চেন্নাই সুপার কিংস। তার আগে এই ফ্র্যাঞ্চাইজিতে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি নিজের ভবিষ্যৎ স্পষ্ট করে দিলেন।

MS Dhoni on Chennai Super Kings: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর প্রায় পাঁচ বছর কেটে গিয়েছে। এখন শুধু আইপিএল-এ (IPL 2025) খেলছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বিসিসিআই-এর (BCCI) নিয়ম অনুযায়ী, পাঁচ বছরেরও বেশি সময় আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলায় ধোনি এখন আনক্যাপড প্লেয়ার। ফলে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সুবিধাই হয়েছে। গত মরসুম পর্যন্ত ধোনির অবসর নিয়ে আলোচনা চলছিল। কিন্তু এবার সেই আলোচনা খুব বেশি শোনা যাচ্ছে না। কারণ, ক্রিকেট মহলের সঙ্গে যুক্ত সবাই বুঝে গিয়েছেন, ধোনি যতদিন চাইবেন সিএসকে-র হয়ে খেলবেন। তিনি নিজে অবসর না নিলে সিএসকে ম্যানেজমেন্ট সরে যেতে বলবে না। ফলে নিজের মর্জিতেই চলছেন ধোনি।

ভবিষ্যৎ স্পষ্ট করে দিলেন ধোনি

Latest Videos

রবিবার আইপিএল ২০২৫ অভিযান শুরু করছেন সিএসকে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। এই ম্যাচের আগে সিএসকে-তে নিজের ভবিষ্যৎ স্পষ্ট করে দিয়েছেন ধোনি। তিনি জানিয়েছেন, ‘আমি যতদিন চাইব সিএসকে-র হয়ে খেলতে পারি। এটা আমার ফ্র্যাঞ্চাইজি। আমি যদি হুইলচেয়ারে থাকি, তাহলেও ওরা আমাকে টেনে নিয়ে যাবে।’ ধোনি নিজে এ কথা বলার পর আর তাঁর ভবিষ্যৎ নিয়ে কোনও সংশয় নেই। যতদিন ফিটনেস আছে এবং খেলা উপভোগ করছেন, ততদিন সিএসকে-র হয়ে খেলে যাবেন ধোনি

আইপিএল-এর সফলতম অধিনায়ক ধোনি

২০০৮ সালে প্রথম আইপিএল থেকে শুরু করে এখনও পর্যন্ত খেলছেন ধোনি। সিএসকে যতদিন আইপিএল-এ খেলছে, প্রতিবারই দলে আছেন ধোনি। এবার আনক্যাপড প্লেয়ার হিসেবে চার কোটি টাকা পারিশ্রমিকে সিএসকে-র হয়ে খেলছেন তিনি। আইপিএল-এর গত মরসুমে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ধোনি। তবে এবারের আইপিএল-এ তাঁর উপর ভরসা করছে সিএসকে ম্যানেজমেন্ট।

ধোনির ফিটনেসের প্রশংসায় স্টিফেন ফ্লেমিং

মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচের আগে ধোনির ফিটনেসের প্রশংসা করে সিএসকে-র প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন যে এই তারকা গত বছরের চেয়েও বেশি ফিট। দলের জন্য ম্যাচ জেতার আগ্রহ এবং ইচ্ছার কারণে তিনি সিএসকে-র একজন স্তম্ভ। ফ্লেমিংয়ের কথায়, ‘ক্রিকেটের বেঞ্জামিন বাটন! তিনি যেন দিন দিন আরও তরুণ হচ্ছেন। তিনি সবকিছু ভালোভাবে করেছেন। হাঁটুর অস্ত্রোপচার থেকে ফিরে আসার পর সম্ভবত তিনি গত বছরের চেয়েও বেশি ফিট। হ্যাঁ, তাঁর বয়স ৪৩ বছর, যা আমাদের সম্মান করতে হবে। তবে এমন কিছু উপায় আছে, যা ব্যবহার করে আমরা তাঁকে খেলাতে পারি এবং আমরা মনে করি যে এটি আমাদের ম্যাচ জেতার জন্য খুব উপকারী হবে। এতে কোনও সন্দেহ নেই যে তাঁর প্রতিভা এখনও আছে এবং তাঁর মধ্যে জেতার আগ্রহও রয়েছে, যা প্রধান দুটি বিষয়।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সন্দেশখালিতে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল, শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Nadia News: আপনজনই বিশ্বাসঘাতক? নাবালিকাকে প্রলোভনে ফাঁসিয়ে নিয়ে গেল পরিচিতরাই, চাঞ্চল্য শান্তিপুরে
মালদার মোথাবাড়িতে বাংলাদেশের ছায়া? সুকান্তকে সামনে পেয়ে কি বললেন বাসিন্দারা? | Sukanta Majumdar
Sukanta Majumdar: মালদা মোথাবাড়িতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পরে এ কী বলছেন সুকান্ত মজুমদার? দেখুন
'মোথাবাড়ি দেখার পর কোনও হিন্দু ওদের ভোট দেবে না' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari