আইপিএল ২০২৫ শুরুর আগে বিরাট কোহলি ও শাহরুখ খানের 'ঝুমে জো পাঠান' গানে নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শাহরুখের কথায় কিং কোহলি যা করলেন, দেখুন সেই ভিডিও।
IPL 2025 Opening Ceremony: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল ২০২৫-এর (IPL 2025) উদ্বোধনী অনুষ্ঠান দারুণ হল। এই অনুষ্ঠানে শাহরুখ খান ও বিরাট কোহলির নাচ দর্শকদের মনে আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি ভিডিও রীতিমতো আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বলিউডের কিং শাহরুখ খান (Shah Rukh Khan) এবং ক্রিকেটের কিং বিরাট কোহলিকে (Virat Kohli) একসঙ্গে মঞ্চে দেখে ভক্তদের মধ্যে অন্যরকম উত্তেজনা ছিল। যা ‘ঝুমে জো পাঠান’ গানে নাচের সঙ্গে সঙ্গে আরও বেড়ে যায়। এই দুই তারকাকে একসঙ্গে নাচতে দেখা যায়। সদ্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) জিতে এসেছেন বিরাট। ফলে তিনি ফুরফুরে মেজাজে আছেন। শনিবারের ম্যাচে বিরাট প্রতিপক্ষ হলেও, তাঁকে কাছে টেনে নিলেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কর্ণধার শাহরুখ। তাঁদের একসঙ্গে দেখে ইডেনের দর্শকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
শাহরুখের অনুরোধ বিরাটের নাচ
আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে ওপেনিং বিরাটকে শাহরুখ বলেন, ‘ভারতীয় দলে, আইপিএল-এ যখন কেউ ছক্কা মারে, বা ম্যাচ জেতে বা ভালো ফিল্ডিং করে, তখন তারা কীভাবে ফিল্ডে প্রশংসা করে। আমি ওকে অনুরোধ করছি, দয়া করে আমার পাঠান গানের একটি স্টেপ করে দেখান। তোমার দল জিতছে।’ তারপর আর কী! ‘কিং খান’-এর অনুরোধ কি বিরাট ফেলতে পারেন? শাহরুখের সঙ্গে 'পাঠান' গানের তালে নেচে দর্শকদের মাতিয়ে দেন বিরাট। এরপর তাঁদের এই মজার নাচ ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আইপিএল-এর অফিসিয়াল 'এক্স' হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি হাজার হাজার ভিউ পেয়েছে।
ইডেনে বিরাটের অর্ধশতরান
আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে নাচার পর তাঁর দলের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেললেন বিরাট। তিনি অর্ধশতরান করে ফেলেছেন। কেকেআর-এর বিরুদ্ধে জয়ের পথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। ঘরের মাঠে এবারের আইপিএল-এর শুরুটা ভালোভাবে করতে পারল না গতবারের চ্যাম্পিয়নরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।