CSK vs MI: চিপকে ব্যর্থ রোহিত শর্মা, নূর আহমেদের ঘূর্ণিতে সিএসকে-র বিরুদ্ধে চাপে মুম্বই

Published : Mar 23, 2025, 09:28 PM ISTUpdated : Mar 23, 2025, 09:43 PM IST
rohit sharma

সংক্ষিপ্ত

CSK vs MI: আইপিএল-এর ইতিহাসে সফলতম দুই ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ানস। রবিবার চিপকে এই দুই দলের লড়াইয়ের প্রথমার্ধে নজর কেড়ে নিলেন নূর আহমেদ।

Chennai Super Kings vs Mumbai Indians: রবিবার আইপিএল-এ (IPL 2025) দিনের প্রথম ম্যাচে যেভাবে রানের বন্যা, সেখানে দ্বিতীয় ম্যাচে খরা। হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও রাজস্থান রয়্যালস ম্যাচে (Rajasthan Royals) দুই দল মিলিয়ে যেখানে ৫২৮ রান করল, সেখানে চেন্নাইয়ে বেশি রান হল না। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৫৫ রান করল মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। কোনও ব্যাটারই অর্ধশতরান পেলেন না। দলের সেরা ব্যাটার রোহিত শর্মা (Rohit Sharma) ৪ বল খেলে রান করার আগেই আউট হয়ে গেলেন। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ২৬ বলে ২৯ রান করেন। তিলক ভার্মা ২৫ বলে ৩১ রান করেন। ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন দীপক চাহার।

সিএসকে-র নায়ক নূর আহমেদ

ঘরের মাঠে সিএসকে-র হয়ে সেরা বোলিং করলেন আফগানিস্তানের বিস্ময়-স্পিনার নূর আহমেদ। তিনি ৪ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন। এই স্পিনারের শিকার হন সূর্যকুমার, তিলক, রবিন মিনজ ও নমন ধীর। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন খলিল আহমেদ। ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন নাথান এলিস। ৪ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন

জয়ের আশায় খলিল

দুর্দান্ত বোলিং করার পর খলিল বলেছেন, ‘পাওয়ার প্লে-তে বোলিং করে আমার ভালো লেগেছে। কারণ, আমি বল স্যুইং করাতে চাই। সেটাই আমার শক্তি। আমি যদি তিন ওভার বোলিং করি, তাহলে আমার শক্তি অনুযায়ী বল করার চেষ্টা করি। শুরুতে আমি স্যুইং করানোর চেষ্টা করছিলাম। কিন্তু বল বেশি স্যুইং করছিল না। তারপর মাঝের ওভারগুলিতে নূর, জাড্ডু, অশ্বিন ভালো বোলিং করে। আমার মনে হচ্ছে এই টার্গেট তাড়া করে জয় পাওয়া উচিত।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা