Jake Fraser-McGurk: আইপিএল ২০২৫-এর সেরা ক্যাচ নিলেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক? দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

Delhi Capitals vs Sunrisers Hyderabad: রবিবার আইপিএল-এ জোড়া ম্যাচ। বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে চমকপ্রদ ক্যাচ দেখা গেল।

IPL 2025, Delhi Capitals vs Sunrisers Hyderabad, Jake Fraser-McGurk Catch: রবিবারই হয়তো চলতি আইপিএল-এ (IPL 2025) সেরা ক্যাচ দেখে নিলেন দর্শকরা। বিশাখাপত্তনমের ডক্টর ওয়াই এস রাজাশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে (Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium) সানরাইজার্স হায়দরাবাদ (SunRisers Hyderabad) ও দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ম্যাচে চমকপ্রদ ক্যাচ নিলেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-McGurk Catch)। হায়দরাবাদের ইনিংসের ১৬-তম ওভারে এই ক্যাচ নেন ম্যাকগার্ক। কুলদীপ যাদবের (Kuldeep Yadav) বলে ওভার-বাউন্ডারি মারার চেষ্টা করেন অনিকেত ভার্মা (Aniket Verma)। পাখির মতো শূন্যে লাফিয়ে উঠে ক্যাচ নেন ম্যাকগার্ক। এই ক্যাচ দেখে তাঁর সতীর্থরা উল্লসিত হয়ে ছুটে গিয়ে অভিনন্দন জানান। দর্শকরাও এই ক্যাচ দেখে হতবাক হয়ে যান। সবাই ম্যাকগার্কে অভিনন্দন জানান। সোশ্যাল মিডিয়ায় এই ক্যাচের ভিডিও ভাইরাল। অনেকেই বলছেন, এটি শুধু এবারের আইপিএল-এই নয়, এই টি-২০ লিগের ইতিহাসে অন্যতম সেরা ক্যাচ।

ক্যাচ নিয়ে ম্যাচ জেতালেন ম্যাকগার্ক

Latest Videos

রবিবার সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখান অনিকেত। দলের প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ের পর পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪১ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন অনিকেত। তিনি পাঁচটি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি মারেন। হেইনরিক ক্লাসেনের সঙ্গে অনিকেতের জুটি হায়দারাবাদে ইনিংসকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যায়। ১৯ বলে ৩২ রান করেন ক্লাসেন। ১৮.৪ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে সেই রান টপকে গেল দিল্লি। ম্যাকগার্কের ক্যাচ দিল্লির জয়ে বড় অবদান রাখল।

 

 

ব্যাটিংয়েও অবদান ম্যাকগার্কের

ব্যাটিং ওপেন করতে নেমে ৩২ বলে ৩৮ রান করেন ম্যাকগার্ক। অপর ওপেনার ফাফ ডু প্লেসি ২৭ বলে ৫০ রান করেন। ওপেনিং জুটিতে ৮১ রান যোগ হয়। এরপর দিল্লি ৩ উইকেট হারালেও, জয় পেতে সমস্যা হয়নি। অভিষেক পোড়েল ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন ট্রিস্টান স্টাবস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

শোনেনি মুখ্যমন্ত্রী, শুভেন্দুর দ্বারস্থ চাকরিহারারা! আইনি সাহায্যের আশ্বাস | SSC Scam Latest News
‘১৫ এপ্রিলই ডেডলাইন! না হলে লক্ষ মানুষদের নিয়ে নবান্ন ঘেরাও করব!’ শুভেন্দুর ফাইনাল ওয়ার্নিং মমতাকে