IPL 2025 Digvesh-Priyansh Incident: 'নোটবুক' উচ্ছ্বাস বিতর্কে বেজায় চাপে দিগবেশ, মোক্ষম জবাব পাঞ্জাবের

Published : Apr 02, 2025, 02:42 PM IST
IPL 2025

সংক্ষিপ্ত

IPL 2025 Digvesh-Priyansh Incident: আইপিএলে (IPL 2025) নোটবুক বিতর্ক। মঙ্গলবার, একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস (Lucknow Super Giants vs Punjab Kings)।

IPL 2025 Digvesh-Priyansh Incident: বিরাট কোহলির একটি বিশেষ উচ্ছ্বাস সেই ম্যাচে নকল করেন লখনউয়ের ব্যাটার দিগবেশ রাঠী (Digvesh Rathi)। কিন্তু সেইজন্য উল্টে শাস্তি পেতে হল তাঁকে। বোর্ডের তরফ থেকে জরিমানা করা হয়েছে ওই ক্রিকেটারকে। সেইসঙ্গে, যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

বিষয়টা ঠিক কী?

তখন পাঞ্জাবের (Punjab Kings) ব্যাটিং চলছে। ঠিক তৃতীয় ওভার চলাকালীন এই ঘটনাটি ঘটে। লখনউয়ের (Lucknow Super Giants) দিগবেশ একটি শর্ট বল করেন পাঞ্জাবের ব্যাটার প্রিয়াংশ আর্যকে (Priyansh Arya)। আর সেই বলটিকে পুল করতে গেছিলেন আর্য (LSG vs PBKS 2025)। কিন্তু তাঁর ব্যাটের কানায় লেগে বল উঠে যায়। আর তখনই মিড অন থেকে দৌড়ে এসে সহজ ক্যাচ লুফে নেন শার্দূল ঠাকুর। আর ঠিক তারপরেই প্রিয়াংশের সামনে গিয়ে ওই বিশেষ উচ্ছ্বাসের ভঙ্গিটি প্রকাশ করেন দিগবেশ ((LSG vs PBKS 2025))।

 

 

কী করেছিলেন দিগবেশ? নিজের বাঁ-হাতটি একটি পাতার মতো সামনে রাখেন এবং ডান হাতটি কলমের কায়দায় ধরে পাতার উপর কিছু লেখার ভঙ্গিমা করতে থাকেন। এমনকি, সেটা করতে গিয়ে আবার আর্যকে ধাক্কা মেরে বসেন। আর সেই বিষয়টি মাঠের আম্পায়ারের খুব একটা পছন্দ হয়নি ((IPL 2025 Live Score))।

তিনি এরপর গিয়ে দিগবেশের সঙ্গে কথা বলেন। জানা যাচ্ছে, ম্যাচের পর ২৫% ম্যাচ ফি জরিমানাও করা হয় দিগবেশকে। সেইসঙ্গে, একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। ফলে, আগামীদিনে কোনওরকম অপরাধ করলে বড় শাস্তিও পেতে হতে পারে তাঁকে (ipl 2025 digvesh-priyansh incident video)।

আরও মজার বিষয় হল, লখনউ হারতেই এই ঘটনার জবাব দেয় পাঞ্জাবও। জয় পেতেই পাঞ্জাব নিজের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে। একটি কোলাজ ছবিতে উপরে তারা সেই মুহূর্তটি রাখে এবং নিচে একটি পাতায় লিখে দেয় “Punjab Kings won by 8 wickets”

যেন বিষয়টা অনেকটা এইরকম, তুমি মজা করেছিলে! কিন্তু দেখো দিনের শেষে আমরাই জিতলাম। এটাই কি তুমি বলতে চেয়েছিলে? সবমিলিয়ে, আইপিএল মানেই যেন গুড ক্রিকেট এবং সঙ্গে অনেকটা এন্টারটেইনমেন্ট।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম