
IPL 2025 Final Royal Challengers Bengaluru vs Punjab Kings: জার্সি নাম্বার ১৮। এবার আইপিএল-এর (IPL 2025) ১৮-তম আসর। ফলে বিরাট কোহলির (Virat Kohli) হাতেই এবার আইপিএল ট্রফি উঠবে বলে আলোচনা করছিলেন অনুরাগীরা। ঠিক সেটাই হল। মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল ২০২৫ ফাইনালে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। বিরাটের স্বপ্নপূরণ হল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৯০ রান করে আরসিবি। পাঞ্জাব কিংস শিবির আশায় ছিল, কোয়ালিফায়ার টুয়ের মতোই বড় টার্গেট তাড়া করে জয় পাবে। কিন্তু কোয়ালিফায়ার ওয়ানের মতোই ফাইনালেও পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল আরসিবি। ১৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করেই থেমে গেল পাঞ্জাব কিংস। পুরনো দল এবং প্রিয় বন্ধু বিরাটের হাতে ট্রফি দেখার আশায় আমেদাবাদে উড়ে এসেছিলেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। তিনি ম্যাচের শেষদিকে বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়েছিলেন। আরসিবি জয় পেতেই এবি-ও উচ্ছ্বসিত হয়ে উঠলেন।
জয়ের জন্য শেষ ওভারে পাঞ্জাব কিংসের দরকার ছিল ২৯ রান। বোলিং করতে যান জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। ব্যাটিং করছিলেন শশাঙ্ক সিং (Shashank Singh)। তিনি প্রথম বলে রান করতে পারেননি। দ্বিতীয় বলেও রান করতে ব্যর্থ হন শশাঙ্ক। তখনই আরসিবি-র জয় নিশ্চিত হয়ে যায়। এরপরেই দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন বিরাট। তাঁর চোখে জল দেখা যায়। ১৭ বছর ধরে অন্যদের ট্রফি নিতে দেখেছেন। আইপিএল-এ সবচেয়ে বেশি রান করার পরেও এত বছর ধরে নিষ্ফলের-হতাশের দলে থাকতে হয়েছে। আইপিএল-এর ১৮-তম আসরে বিরাটের সেই হতাশা দূর হল। এই কারণেই তাঁর চোখে আনন্দাশ্রু।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। বিরাটের ৪৩ রানের সুবাদে বড় স্কোর করে আরসিবি। রান তাড়া করতে নেমে ভালো শুরু করেছিল পাঞ্জাব কিংস। কিন্তু টার্গেটের কাছাকাছি গিয়েও তাদের থেমে যেতে হল। ৩০ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক। তিনি ৩টি বাউন্ডারি এবং ৬টি ওভার-বাউন্ডারি মারেন। কিন্তু ১১ বছর পর দ্বিতীয়বার আইপিএল ফাইনালে পৌঁছেও খালি হাতেই ফিরতে হল পাঞ্জাব কিংসকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।