
IPL 2025 Kolkata Knight Riders: গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবারের আইপিএল-এ (IPL 2025) প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে? শনিবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে জয় পায়নি কেকেআর (KKR)। বৃষ্টির জন্য এই ম্যাচ ভেস্তে যায়। এর ফলে ৯ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৭ নম্বরে কেকেআর। চলতি আইপিএল-এ লিগ পর্যায়ে আর পাঁচ ম্যাচ খেলবে কেকেআর। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে সেই ম্যাচগুলিতে জয় পেতেই হবে। এই পরিস্থিতিতে কি গতবারের চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকায় উপরের দিকে যেতে পারবে? এ বিষয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন প্রধান কোচ অনিল কুম্বলে (Anil Kumble)। তিনি অবশ্য গতবারের চ্যাম্পিয়নদের বিষয়ে আশাবাদী হতে পারছেন না।
কেকেআর সম্পর্কে কুম্বলে বলেছেন, 'কেকেআর-এর পক্ষে এবারের আইপিএল-এর প্লে-অফের যোগ্যতা অর্জন করা সম্ভব নয়। কারণ, ওরা এখনও সেরা একাদশ বেছে নিতে পারেনি। এমন নয় যে ওরা দুই ম্যাচ জিতেছে এবং এরপর টানা পাঁচ ম্যাচ জেতা দরকার বা সেরকম কিছু। আমি নিশ্চিত নই। ওরা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে দু'টি পরিবর্তন করে। পরিবর্ত হিসেবে দলে আসে চেতন সাকারিয়া (Chetan Sakariya)। ও প্রথম ম্যাচ খেলল। রভম্যান পাওয়েলও (Rovman Powell) কেকেআর-এর হয়ে প্রথম ম্যাচ খেলল। ফলে এখন কেকেআর-কে এই প্রথম একাদশ ধরে রাখতে হবে। এই ম্যাচে চেতন বোলিং করেছে। রভম্যানকে ব্যাটিংয়ের সুযোগ পাওয়ার জন্য পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।' পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচে রমনদীপ সিং (Ramandeep Singh) ও মইন আলিকে (Moeen Ali) খেলার সুযোগ দেয়নি কেকেআর। তাঁদের পরিবর্তে খেলেন সাকারিয়া ও পাওয়েল। কেকেআর ম্যানেজমেন্ট যেভাবে বারবার প্রথম একাদশে বদল আনছে, তাতে খুশি নন কুম্বলে।
শনিবার কেকেআর-পাঞ্জাব ম্যাচে ভেস্তে না গেলে হয়তো জয় পেত পাঞ্জাবই। কারণ, টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২০১ রান করে পাঞ্জাব। ওপেনার প্রভসিমরন সিং (Prabhsimran Singh) ও প্রিয়াংশ আর্য (Priyansh Arya) অসাধারণ ব্যাটিং করেন। ৩৫ বলে ৬৯ রান করেন প্রিয়াংশ। ৪৯ বলে ৮৩ রান করেন প্রভসিমরন। পুরনো দলের বিরুদ্ধে চেনা মাঠে খেলতে নেমে ১৬ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। কেকেআর-এর বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ৩ ওভার বোলিং করে ৩৯ রান দেন সাকারিয়া। কেকেআর-এর হয়ে প্রথম ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি পাওয়েল। কারণ, কেকেআর-এর ইনিংসে মাত্র এক ওভার হওয়ার পরেই বৃষ্টি ও বজ্রবিদ্যুতের জন্য খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর এই ম্যাচ শুরু করা যায়নি। মঙ্গলবার পরবর্তী ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হবে কেকেআর। সেই ম্যাচ হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium)।
গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবারের আইপিএল-এর নিলামে শ্রেয়াস, মিচেল স্টার্কের (Mitchell Starc) মতো তারকা ক্রিকেটারদের ছেড়ে দেয় কেকেআর। এই তারকারা অন্য দলে যোগ দিয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। কেকেআর-এর হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না সুনীল নারিন (Sunil Narine), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), আন্দ্রে রাসেল (Andre Russell), বৈভব অরোরার (Vaibhav Arora) মতো খেলোয়াড়রা। এই কারণেই চলতি আইপিএল-এ প্রথম ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩ ম্যাচে জয় পেয়েছে কেকেআর। পরের ম্যাচগুলিতে জয় পাওয়া কঠিন। বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ অত্যন্ত কঠিন হতে চলেছে। কারণ, অক্ষর প্যাটেলের (Axar Patel) দল অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। লিগ টেবলে দ্বিতীয় স্থানে আছে দিল্লি। এই ম্যাচে হেরে গেলে কেকেআর-এর পক্ষে প্লে-অফের যোগ্যতা অর্জন করা আরও কঠিন হয়ে যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।