
IPL Umpire Salaries: আইপিএল নিলামের ইতিহাসে সর্বোচ্চ ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে লখনউ সুপার জায়ান্টস দলে নেওয়ার ঘটনায় স্তম্ভিত হয়ে গেছিলেন ভক্তরা। তার ঠিক আগেই শ্রেয়স আইয়ারকে ২৬.৭৫ কোটিতে পাঞ্জাব দলে নেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই গত বছর জেদ্দায় অনুষ্ঠিত আইপিএল মেগা নিলামে (IPL Mega Auction 2025) লখনউ ইতিহাস গড়ে।
মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর জন্যও রাজস্থান রয়্যালস ১.১ কোটি টাকা খরচ করে। খেলোয়াড়রা কোটি কোটি টাকা আয় করেন, তাহলে আইপিএলে আম্পায়াররা কত টাকা পান?
গত মুম্বাই-হায়দ্রাবাদ ম্যাচে ব্যাটে না লাগা বলে ঈশান কিষাণ আম্পায়ার আউট না দেওয়ার আগেই নিজে থেকে ক্রিজ ছেড়ে চলে যান। এই ঘটনায় প্রাক্তন তারকা বীরেন্দ্র সেহবাগ বলেছিলেন, খেলোয়াড়দের মতো আম্পায়ারদেরও বেতন দেওয়া হয় এবং তাদেরও কাজ করতে দেওয়া উচিত। আম্পায়ার ওয়াইড বলতে যাচ্ছিলেন, সেই বলে আউট ভেবেই কিষাণ ক্রিজ ত্যাগ করেন (umpire salary in IPL)।
আম্পায়ারিং এক অদ্ভুত পেশা। একটি সিদ্ধান্তে কেউ খুশি হবে, আবার কেউ দুঃখ পাবে। কিন্তু আইপিএলে ম্যাচ পরিচালনা করা আম্পায়াররা মোটেও খারাপ টাকা পান না। অন্তত সেইরকমই বলছে রিপোর্ট। জানা যাচ্ছে, আইপিএলে মাঠে থাকা আম্পায়াররা প্রতি ম্যাচে তিন লক্ষ টাকা করে পান। আর ফোর্থ আম্পায়ার পান দুই লক্ষ টাকা করে (umpire salary in IPL 2025)।
খেলোয়াড়দের বেতন শুধু কোটি কোটি নয়
খেলোয়াড়রা কোটি কোটি টাকা পাওয়ার পাশাপাশি প্রতি ম্যাচে নির্দিষ্ট অঙ্কের ম্যাচ ফিও পান। ইমপ্যাক্ট প্লেয়ার সহ প্রতিটি দলের খেলোয়াড়রা ৭.৫ লক্ষ টাকা করে ম্যাচ ফি পান।
তাহলে আম্পায়াররাও বাদ যাবেন কেন?
আইপিএলে এতগুলি করে ম্যাচ অনুষ্ঠিত হয়। আর প্রতি ম্যাচে দুজন করে আম্পায়ার থাকেন। কিন্তু এই আম্পায়ারিং এক অদ্ভুত ধরনের পেশা। একটি সিদ্ধান্তে কেউ খুশি হবে, তো আবার কেউ দুঃখ পাবে।
কিন্তু আইপিএল-এর ম্যাচ পরিচালনা করা আম্পায়াররা কিন্তু মোটেও খারাপ টাকা রোজগার করেন না। অন্তত সেইরকমই বলছে তথ্য। জানা গেছে, আইপিএলে মাঠে থাকা আম্পায়াররা প্রতিটি ম্যাচে তিন লক্ষ টাকা করে পান। আর ফোর্থ আম্পায়ার পান দুই লক্ষ টাকা করে। অর্থাৎ, আম্পায়ারদের রোজগার কিন্তু বেশ ভালোই। নেহাৎ কম নয়!
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।