
IPL 2025 Gujarat Titans vs Chennai Super Kings: এবারের আইপিএল-এ (IPL 2025) নিজেদের শেষ ম্যাচে জ্বলে উঠল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২৩০ রান করল সিএসকে। সর্বাধিক ৫৭ রান করলেন ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। তাঁর ২৩ বলের ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। ওপেনার ডেভন কনওয়ে (Devon Conway) ৩৫ বলে ৫২ রান করেন। অপর ওপেনার আয়ূষ মাত্রে (Ayush Mhatre) ১৭ বলে ৩৪ রান করেন। শিবম দুবে (Shivam Dube) ৮ বলে ১৭ রান করেন। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ১৮ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।
গুজরাট টাইটানসের হয়ে সবচেয়ে ভালো বোলিং করলেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। এই পেসার ৪ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ২ উইকেট নেন। ১ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন শাহরুখ খান (Shahrukh Khan)। ২ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ১ উইকেট নেন রবিশ্রীনিবাসন সাই কিশোর (Ravisrinivasan Sai Kishore)। ফের হতশ্রী বোলিং করলেন আফগান তারকা রশিদ খান (Rashid Khan)। ৪ ওভার বোলিং করে ৪২ রান দিয়ে ১ উইকেট নিলেন এই লেগ-স্পিনার।
ঝোড়ো অর্ধশতরান করার ব্রেভিস বলেছেন, ‘আমাকে এরকম প্রতিভা দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই। এই উইকেট ব্যাটিং করার জন্য ভালো। আমরা দারুণ স্কোর করতে পেরেছি। আমাদের প্রাথমিক কাজগুলি ঠিকমতো করতে হবে। প্রতিটি বল ধরে খেলতে হবে।’ দুই ইনিংসের মাঝে ঠান্ডা জলে স্নান করবেন কি না, এই প্রশ্নের জবাবে ব্রেভিস জানান, ‘আমার এটি করা উচিত না। কারণ, আমি মাঠে ছুটতে চাই এবং ঝাঁপাতে চাই।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।