KL Rahul: ধোনি, এবি ডিভিলিয়ার্সকে ছাপিয়ে গেলেন, আইপিএল-এ নতুন রেকর্ড রাহুলের

Published : Apr 19, 2025, 08:46 PM ISTUpdated : Apr 19, 2025, 09:03 PM IST
KL Rahul: ধোনি, এবি ডিভিলিয়ার্সকে ছাপিয়ে গেলেন, আইপিএল-এ নতুন রেকর্ড রাহুলের

সংক্ষিপ্ত

IPL 2025 KL Rahul: এবারের আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) তারকা কে এল রাহুল। শনিবার গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধেও ভালো ব্যাটিং করলেন এই তারকা। 

KL Rahul IPL Record: শনিবার আইপিএল-এ (IPL 2025) গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে নতুন রেকর্ড গড়লেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) তারকা ব্যাটার কেএল রাহুল (KL Rahul)। তিনি আইপিএল-এ ২০০ ছক্কা পূর্ণ করেছেন। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও এবি ডি ভিলিয়ার্সকে (AB de Villiers) ছাপিয়ে গেলেন রাহুল। তিনি ষষ্ঠ ভারতীয় ব্যাটার এবং সামগ্রিকভাবে ১১-তম খেলোয়াড় হিসেবে এই নজির গড়লেন। এই ম্যাচে রাহুল মাত্র ১৪ বলে ২৮ রানের ছোট্ট, কিন্তু ঝোড়ো ইনিংস খেলেন। তিনি চারটি বাউন্ডারি এবং একটি ছক্কার সাহায্যে নতুন রেকর্ড গড়লেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০। তাঁর ইনিংসটি ছোট ছিল কিন্তু আকর্ষণীয় ছিল। কারণ, এই তারকা উইকেটকিপার-ব্যাটার এবারের আইপিএল-এ ইতিবাচক এবং আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলছেন। তাঁর ব্যাটিংয়ের ধরন বদলে গিয়েছে। এভাবে খেলেই নতুন রেকর্ড গড়ে ফেললেন রাহুল।

রাহুলের অসাধারণ রেকর্ড

আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত রাহুল ১৩৮ ম্যাচ এবং ১২৯ ইনিংসে ২০০ ছক্কা হাঁকিয়েছেন। তাঁর ব্যাটিংয়ের গড় ৪৫.৮২ গড়। তাঁর স্ট্রাইক রেট ১৩৫-এর বেশি। আইপিএল-এ ৪,৯৪৯ রান করেছেন রাহুল। এই তারকা ব্যাটার চারটি শতরান এবং ৩৯টি অর্ধশতরান করেছেন। আইপিএল-এ রাহুলের সর্বাধিক স্কোর অপরাজিত ১৩২। আইপিএল-এ ১২৯-তম ইনিংসে ২০০টি ছক্কা মারার নজির গড়লেন রাহুল। শুধু ক্রিস গেইল (Chris Gayle) ও আন্দ্রে রাসেল (Andre Russell) আইপিএল-এ রাহুলের চেয়ে কম ইনিংসে ২০০ ছক্কা মারার নজির গড়েছেন। গেইল ৬৯ ইনিংসে ২০০ ছক্কা মারেন। রাসেল ৯৭ ইনিংসে ২০০ ছক্কা মারেন। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) আইপিএল-এ ১৫৯ ইনিংসে ২০০ ছক্কা মারেন। আইপিএল-এ ৩৫৭ ছক্কা মেরে সবার আগে গেইল। এখনও পর্যন্ত ২৮৬ ছক্কা মেরেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২৮২ ছক্কা মেরে রোহিতের ঠিক পরেই আছেন বিরাট কোহলি (Virat Kohli)।

দিল্লির হয়ে সর্বাধিক রান রাহুলের

চলতি আইপিএল-এ দিল্লির হয়ে সবচেয়ে বেশি রান করেছেন রাহুল। তিনি সামগ্রিকভাবে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। দলের হয়ে আরও ভালো পারফরম্যান্সই তাঁর লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম