
IPL 2025 Gujarat Titans vs Lucknow Super Giants: ঘরের মাঠ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে লড়াই করেও হেরে গেল গুজরাট টাইটানস (Gujarat Titans)। প্রথমে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ২৩৫ রান করে গুজরাট। জবাবে ৯ উইকেটে ২০২ রান করেই থেমে গেল লখনউ। টসে জিতে গুজরাটের অধিনায়ক শুবমান গিলের (Shubman Gill) প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে গেল। ম্যাচের নায়ক লখনউয়ের ওপেনার মিচেল মার্শ (Mitchell Marsh)। তিনি ঝোড়ো শতরান করেন। যোগ্য সঙ্গত করেন নিকোলাস পুরাণ (Nicholas Pooran)। তিনি অপরাজিত অর্ধশতরান করেন। গুজরাটের হয়ে পাল্টা অর্ধশতরান করেন শাহরুখ খান (Shahrukh Khan)। কিন্তু তা সত্ত্বেও টার্গেটের ধারেকাছে পৌঁছতে পারল না গুজরাট। ৩৩ রানে জয় পেল লখনউ।
২০২২ সালের আইপিএল-এ নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে খেলা শুরু করে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানস। প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন হয় গুজরাট। তারা পরের মরসুমে রানার্স হয়। এবারও প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে গুজরাট। কিন্তু এখনও পর্যন্ত ফাইনালে পৌঁছতে পারেনি লখনউ। এবার এই ফ্র্যাঞ্চাইজি প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে বৃহস্পতিবার সম্মানের লড়াইয়ে গুজরাটকে হারিয়ে দিল লখনউ।
এদিন লখনউ সুপার জায়ান্টসের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং করেন ওপেনার মার্শ। তিনি ৬৪ বলে ১০টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারির মাধ্যমে ১১৭ রান করেন। পুরাণ ২৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। ২৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে গুজরাট টাইটানসের ইনিংসের শুরুটা ভালো করেন দুই ওপেনার শুবমান (২০ বলে ৩৫) ও সাই সুদর্শন (Sai Sudharsan)। ১৬ বলে ২১ রান করেন সুদর্শন। ওপেনিং জুটিতে যোগ হয় ৪৬ রান। জস বাটলার (Jos Buttler) ১৮ বলে ৩৩ রান করেন। শেরফান রাদারফোর্ড (Sherfane Rutherford) ২২ বলে ৩৮ রান করেন। ২৯ বলে ৫৭ রান করেন শাহরুখ। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ গুজরাটের জয়ের আশা ছিল। কিন্তু শাহরুখ আউট হয়ে যেতেই ম্যাচ থেকে হারিয়ে যায় গুজরাট টাইটানস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।