GT vs LSG: প্রথম একাদশে বদল নেই, লখনউয়ের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং গুজরাটের

Published : May 22, 2025, 07:25 PM ISTUpdated : May 22, 2025, 07:42 PM IST
Gujarat Titans ipl 2025

সংক্ষিপ্ত

IPL 2025 GT vs LSG: ঘরের মাঠ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মুখোমুখি গুজরাট টাইটানস (Gujarat Titans)। এই ম্যাচে প্রথমে ফিল্ডিং করছেন শুবমান গিলরা (Shubman Gill)।

IPL 2025 Gujarat Titans vs Lucknow Super Giants: ঘরের মাঠে আইপিএল-এর (IPL 2025) ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করছে গুজরাট টাইটানস (Gujarat Titans)। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন গুজরাটের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তিনি বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আশা করি ওরা বড় রা করবে। আমাদের ভালো টার্গেট তাড়া করতে হবে। কোয়ালিফায়ারের আগে ছন্দ ধরে রাখাই আমাদের লক্ষ্য। লিগ পর্যায়ের শেষ দুই ম্যাচ একইরকম গুরুত্বপূর্ণ। সাই সুদর্শনের (Sai Sudharsan) সঙ্গে আমার পার্টনারশিপ খুব ভালো হচ্ছে। আমরা একে অপরকে সাহায্য করি। কে বোলারদের আক্রমণ করবে, সে বিষয়ে আমাদের মধ্যে কোনও কথা হয় না। আমরা শুধু ইতিবাচক মানসিকতা নিয়ে খেলি। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করি। এই ম্যাচে আমাদের দলে কোনও বদল হয়নি।’

টসে হেরে অখুশি ঋষভ পন্থ

লখনউ সুুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ বলেছেন, ‘আমরাও টসে জিতলে প্রথমে ফিল্ডিং করতাম। উইকেট দেখে ভালো বলেই মনে হচ্ছে। দল প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। ফলে আমাদের জন্য পরিস্থিতি কঠিন। তবে ক্রিকেট খেলতে আমরা সবসময়ই গর্ববোধ করি। দল হিসেবে আমরা অনেককিছু চেষ্টা করছি যাতে জয় পাওয়া যায়। পরের মরসুমের জন্য প্রস্তুতি নিতে হবে। তার জন্য আমাদের দলকে সাহায্য করতে হবে। আকাশ দীপ (Akash Deep) দলে এসেছে। এছাড়া আমাদের দলে আরও কয়েকটি বদল হয়েছে।’

গুজরাট টাইটানসের হয়ে কারা খেলছেন?

গুজরাট টাইটানসের প্রথম একাদশে আছেন- শুবমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর্শাদ খান, রবিশ্রীনিবাসন সাই কিশোর, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ।

লখনউ সুপার জায়ান্টসের হয়ে কারা খেলছেন?

লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশে আছেন- মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ, ঋষভ পন্থ (উইকেটকিপার ও অধিনায়ক), আয়ূষ বাদোনি, আবদুল সামাদ, হিম্মত সিং, শাহবাজ আহমেদ, আকাশ দীপ, আবেশ খান ও উইলিয়াম ওরুরকি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা