
Vaibhav Suryavanshi named in India U-19 squad: চলতি আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে নজর কেড়ে নিয়েছেন। এবার অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে সুযোগ পেয়ে গেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ইংল্যান্ড সফরে যাবেন এই কিশোর। ২৪ জুন শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ডের মাটিতে সিরিজ। এই সিরিজ চলবে ২৩ জুলাই পর্যন্ত। ফলে এক মাস ইংল্যান্ডে থাকবেন বৈভব। জাতীয় দলের হয়ে এই সফর তাঁকে ভবিষ্যতের জন্য পরিণত হতে সাহায্য করবে। অনূর্ধ্ব-১৯ দল হলেও, বাকিদের চেয়ে কম বয়স বৈভবের। ফলে সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার সুযোগ পাবেন এই কিশোর। তিনি এবারের আইপিএল-এ অকুতোভয় ব্যাটিং করেছেন। এই লিগের ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ড গড়েছেন। এবার জাতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্সই তাঁর লক্ষ্য।
ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিশোর তারকা আয়ূষ মাত্রে (Ayush Mhatre)। বৈভব ও আয়ূষ ছাড়াও দলে আছেন- বিহান মালহোত্রা, মৌল্যরাজসিং চাভদা, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আর এস অম্বরিশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, যুধাজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ এনান, আদিত্য রানা ও আনমোলজিৎ সিং। এই সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ দল শুরুতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তারপর পাঁচটি ওডিআই এবং ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দু'টি একাধিক দিনের ম্যাচ খেলবে।
আইপিএল-এর ইতিহাসে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে নজির গড়েছেন বৈভব। ১৪ বছর বয়সি এই ব্যাটার ৭ ম্যাচ খেলে ২৫২ রান করেছেন। তাঁর ব্যাটিংয়ের গড় ৩৬ এবং স্ট্রাইক রেট ২০৬.৫৬। ভবিষ্যতে সিনিয়র পর্যায়ে জাতীয় দলের হয়ে খেলাই লক্ষ্য এই কিশোরের। সেক্ষেত্রে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা তাঁর কাছে প্রথম ধাপ হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।