Hardik Pandya: গুজরাটের বিরুদ্ধে হারের পর কড়া শাস্তি, বিপাকে হার্দিক পান্ডিয়া

সংক্ষিপ্ত

IPL 2025, GT vs MI: শনিবার রাতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটানসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ানস। চলতি আইপিএল-এ টানা দ্বিতীয় ম্যাচে হেরে গেল মুম্বই।

Hardik Pandya Fined: আইপিএল (IPL 2025) ম্যাচ সাধারণত রাত ১১টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু শনিবার রাতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গুজরাট টাইটানস (Gujarat Titans) ও মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) ম্যাচ শেষ হয় রাত সাড়ে ১১টার পর। তখনই মনে হয়েছিল, কোনও একটি দল মন্থর ওভার-রেটের জন্য শাস্তির মুখে পড়তে চলেছে। সেই জল্পনাই সত্যি হল। কঠোর শাস্তির মুখে পড়লেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আইপিএল আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁর ১২ লক্ষ টাকা জরিমানা হল। শনিবারই এবারের আইপিএল-এ প্রথম ম্যাচ খেলেন হার্দিক। পুরনো দলের বিরুদ্ধে খেলতে নেমে তিনি বোলিং খারাপ করেননি। কিন্তু ভালো ব্যাটিং করতে পারেননি। তাঁর দলও টানা দ্বিতীয় ম্যাচে হেরে গেল। ফলে এবারের আইপিএল-এর শুরুটা ভালোভাবে করতে পারলেন না এই তারকা অলরাউন্ডার।

আমেদাবাদে হার্দিকের বিড়ম্বনা

Latest Videos

শনিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক। তিনি হয়তো আশা করেছিলেন, পুরনো দলকে অল্প রানে আটকে রাখতে পারবেন। কিন্তু মুম্বই ইন্ডিয়ানসের বোলাররা সামগ্রিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। হার্দিক নিজে ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন। ৮ উইকেটে ১৯৬ রান করে গুজরাট টাইটানস। রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৬০ রান করেই থেমে যায় মুম্বই ইন্ডিয়ানস। হার্দিক ১৭ বলে ১১ রান করেন। ৩৬ রানে জয় পায় গুজরাট টাইটানস। এই হারের পর হার্দিক জানতে পারলেন, তাঁর মোটা অঙ্কের জরিমানা হয়েছে।

বারবার মন্থর ওভার-রেট মুম্বই ইন্ডিয়ানসের

গত মরসুমেও মুম্বই ইন্ডিয়ানসের মন্থর ওভার-রেট ছিল। এর জন্য এক ম্যাচে নির্বাসিত হন হার্দিক। যে কারণে তিনি চলতি আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারেননি। শনিবার দলে ফেরে মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক। কিন্তু ফের মন্থর ওভার-রেটের কারণে শাস্তির মুখে পড়তে হল। ফলে রোহিত শর্মার মতোই হার্দিকের সময় ভালো যাচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আপনি কাদের হয়ে মামলা লড়েছিলেন?' কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিয়ে গর্জে উঠলেন ফিরদৌস শামীম
মমতার চালাকি ধরে ফেললেন! পথ খুঁজতে Abhijit Ganguly'র বাড়িতে চাকরিহারাদের একাংশ | SSC case Update