GT vs MI Live Updates: 'সুদর্শন' চক্রে বিদ্ধ মুম্বই, আহমেদাবাদে রানের পাহাড় গড়ল গুজরাত

Published : Mar 29, 2025, 09:25 PM ISTUpdated : Mar 29, 2025, 09:39 PM IST
IPL 2025

সংক্ষিপ্ত

GT vs MI Live Updates: প্রথমে ব্যাট করে ১৯৬ রান তুলল গুজরাত টাইটান্স। 

GT vs MI Live Updates: আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে শনিবার, আইপিএল ২০২৫-এর (IPL 2025) মঞ্চে মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Gujarat Titans vs Mumbai Indians)। সেই ম্যাচেই আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলল গুজরাত।  

 

 

এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই। আর ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলা শুরু করেন গুজরাতের দুই ওপেনার সাই সুদর্শন এবং অধিনায়ক শুভমান গিল। সাই সুদর্শন কার্যত ক্রিজে পড়ে থেকে দলকে এগিয়ে নিয়ে গেলেন এবং খেললেন ৪১ বলে ৬৩ রানের অসাধারণ একটি ইনিংস। অন্যদিকে, গিল করলেন ৩৭ বলে ৩৮ রান। টি-২০ ক্রিকেটে একেবারেই খারাপ রান নয় (GT vs MI Live score)। 

তবে এদিন গুজরাতের মিডল অর্ডারও বেশ সজাগ ছিল। জস বাটলারের সংগ্রহে গুরুত্বপূর্ণ ৩৯ রান এবং রাদারফোর্ড করেন ১৮ রান। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, রাহুল তেওয়াটিয়ার খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যাওয়া। তিনি রান আউট হয়ে শূন্য রানে ফিরে যান। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে গুজরাত (GT vs MI live update)। 

তবে এই ম্যাচে গুজরাতের ওপেনিং এবং মিডল অর্ডার যথেষ্ট ভালো পারফর্ম করেছে। কিন্তু লোয়ার মিডল অর্ডার আরেকটু দায়িত্ব নিতে পারলে হয়ত রান ২০০-র গণ্ডি টপকে যেত (IPL 2025 Schedule)।

অন্যদিকে, মুম্বইয়ের হয়ে ২টি উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, মুজিব উর রহমান এবং সত্যনারায়ণ রাজু (IPL 2025 News)। 

১৯৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?