শুক্রবার আইপিএল-এর ইতিহাসে মন্থরতম বলের রেকর্ড গড়লেন মুম্বই ইন্ডিয়ানসের সত্যনারায়ণ রাজু
আইপিএলের ইতিহাসে মন্থরতম বল: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানস ও মুম্বই ইন্ডিয়ানসের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর নবম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের সত্যনারায়ণ রাজু আইপিএল-এ অভিষেক ঘটিয়ে এই লিগের ইতিহাসে সবচেয়ে মন্থর বলটি করেন।
গুজরাট টাইটানসের জস বাটলার যখন ব্যাটিং করছিলেন, তখন তাঁদের ইনিংসের ১৩-তম ওভারে আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে মন্থর বলটি করেন ২৫ বছর বয়সি সত্যনারায়ণ রাজু। বলটি বাটলারের কাছে পৌঁছতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। বাটলার থেমে সেই শটটি খেলেন। খুব ধীরে আসা ডেলিভারিটি ডিপ স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারি মারেন বাটলার। ডেলিভারি খেলার পর বাটলারকে হাসতে দেখা যায়। এই ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
35
আইপিএল-এ অভিষেক ম্যাচে রেকর্ড গড়লেও, ভালো বোলিং করলেন না সত্যনারায়ণ রাজু
সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরা সত্যনারায়ণ রাজুর ডেলিভারিকে ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ডোয়েন ব্রাভোর স্লো বলের সঙ্গে তুলনা করেছেন। কারণ ব্রাভো অনেকবার স্লো ডেলিভারি দিয়ে স্টার প্লেয়ারদের প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন। তবে, রাজুর বলে তেমন ম্যাজিক দেখা যায়নি। রাজু ৩ ওভারে ৪০ রান দেন। কিন্তু মুম্বই ইন্ডিয়ানসের হয়ে শেষ ওভারটি দারুণ করেন।
সত্যনারায়ণ রাজুর মন্থরতম বলের পাশাপাশি এই ম্যাচে তাঁর প্রথম আইপিএল উইকেটটিও আলোচনার বিষয় ছিল। রশিদ খান যখন ছক্কা মেরে ফর্মে ছিলেন, তখন ইনিংসের শেষ ওভারে বল করতে এসে রাজু তাঁকে আউট করে আইপিএল-এ নিজের প্রথম উইকেটটি নেন।
55
প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও খুব বেশি ম্যাচ খেলেননি অন্ধ্রপ্রদেশের সত্যনারায়ণ রাজু
অনেকে অবাক হয়েছিলেন যে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ভিগনেশ পুতুরের ভালো পারফরম্যান্স সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ানস গুরুত্বপূর্ণ ওভারে সত্যনারায়ম রাজুর উপর ভরসা রেখেছিল। এই মরসুমে আইপিএল-এ অভিষেক করা রাজু ঘরোয়া ক্রিকেটে এবং অন্ধ্র প্রিমিয়ার লিগে অন্ধ্রপ্রদেশের প্রতিনিধিত্ব করেছেন। আইপিএল-এ অভিষেকের আগে তিনি মাত্র আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।