GT vs RR: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অনায়াস জয়, আইপিএল-এর শীর্ষে গুজরাট টাইটানস

Published : Apr 09, 2025, 11:32 PM ISTUpdated : Apr 10, 2025, 12:48 AM IST
IPL GT Vs RR

সংক্ষিপ্ত

IPL 2025, GT vs RR: এবারের আইপিএল-এ (IPL 2025) অত্যন্ত শক্তিশালী দল গুজরাট টাইটানস (Gujarat Titans)। বুধবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধেও অসাধারণ পারফরম্যান্স দেখাল শুবমান গিলের (Shubman Gill) দল।

IPL 2025, Gujarat Titans vs Rajasthan Royals: ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল-এর (IPL 2025) ম্যাচে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল গুজরাট টাইটানস (Gujarat Titans)। বুধবার ৫৮ রানে জয় পেল শুবমান গিলের (Shubman Gill) দল। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। তাঁর এই সিদ্ধান্তের পরেই ম্যাচ থেকে হারিয়ে যায় রাজস্থান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২১৭ রান করে গুজরাট। জবাবে ১৯.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে গেল রাজস্থান। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে পৌঁছে গেল গুজরাট। অন্যদিকে, পাঁচ ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকল রাজস্থান।

ফের নায়ক সাই সুদর্শন

এবারের আইপিএল-এ অন্যতম সেরা পারফরম্যান্স দেখাচ্ছেন সাই সুদর্শন (Sai Sudharsan)। বুধবারও দুর্দান্ত ব্যাটিং করলেন গুজরাটের ওপেনার। তিনি ৫৩ বলে ৮২ রান করেন। এই ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। ২৫ বলে ৩৬ রান করেন জস বাটলার (Jos Buttler)। ২০ বলে ৩৬ রান করেন শাহরুখ খান (Jos Buttler)। ১২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia)। ৫৩ রান দিয়ে ২ উইকেট নেন তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। ৫৪ রান দিয়ে ২ উইকেট নেন মাহিশ থিকসানা (Maheesh Theekshana)। 

বিফলে সঞ্জু-হেটমায়ারের লড়াই

সঞ্জজু ওপেন করতে নেমে ২৮ বলে ৪১ রান করেন। ১৪ বলে ২৬ রান করেন রিয়ান পরাগ (Riyan Parag)। শিমরন হেটমায়ার (Shimron Hetmyer) ৩২ বলে ৫২ রান করেন। ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। ২০ রান দিয়ে ২ উইকেট নেন রবিশ্রীনিবাসন সাই কিশোর (Ravisrinivasan Sai Kishore)। ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ খান (Rashid Khan)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?