GT vs RR Probable First XI: আহমেদাবাদে গুজরাত বনাম রাজস্থান, জিতবে কে? সম্ভাব্য প্রথম একাদশ

Published : Apr 09, 2025, 05:36 PM IST
IPL 2025

সংক্ষিপ্ত

GT vs RR Probable First XI: গোটা দেশ ক্রিকেটজ্বরে আক্রান্ত। কারণ, চলছে আইপিএল (IPL 2025 )।

GT vs RR Probable First XI: মেগা টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা আইপিএল-এর মঞ্চে (IPL 2025 live score) বুধবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস (Gujarat Titans vs Rajasthan Royals)। নিঃসন্দেহে আরও একটি হাইভোল্টেজ ম্যাচ।

 

 

গত ম্যাচে জিতে ঘরের মাঠে এদিন খেলতে নামছে গুজরাত। বিশেষ করে সাই সুদর্শন, দলের অধিনায়ক শুভমান গিল, জস বাটলার, শেরফানে রাদারফোর্ড, রাহুল তেওয়াটিয়া, সাই কিশোর, রশিদ খান, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণর দিকে বুধবারের ম্যাচে নজর রাখতেই হচ্ছে। সবথেকে বড় বিষয়, গত ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়েই দুর্দান্ত পারফর্ম করেন ওয়াশিংটন সুন্দর। ফলে, তাঁর দিকেও চোখ রাখতেই হবে (GT vs RR Dream 11 prediction)।

 

 

অন্যদিকে, রাজস্থানও নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে। যশস্বী জয়সওয়াল রানের মধ্যে ফিরেছেন। তাছাড়া সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, নীতিশ রানা, শিমরন হেটমেয়ার, ধ্রুভ জুরেল, জোফ্রা আর্চার, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাহিশ থিকশানার দিকেও চোখ থাকবে এদিনের ম্যাচে (GT vs RR Live score)।

উল্লেখ্য, দুই দলের পক্ষেই বড় স্কোর খাড়া করার ক্ষমতা রয়েছে। তাই দারুণ ক্রিকেট এবং একটি উপভোগ্য ম্যাচ হব বলেই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের (GT vs RR live update)।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে (GT vs RR probable first xi)?

গুজরাত টাইটান্সের সম্ভাব্য প্রথম একাদশঃ সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার-ব্যাটার), ওয়াশিংটন সুন্দর, শেরফানে রাদারফোর্ড, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ

ইমপ্যাক্ট সাবঃ ইশান্ত শর্মা/আরশাদ খান

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশঃ যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতিশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুভ জুরেল (উইকেটকিপার-ব্যাটার), শিমরন হেটমেয়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, তুষার দেশপাণ্ডে, কুমার কার্তিকেয়

ইমপ্যাক্ট সাবঃ সন্দীপ শর্মা

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?