
IPL 2025 Mumbai Indians vs Gujarat Titans: চলতি আইপিএল-এ (IPL 2025) প্লে-অফের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৫৫ রান করল মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। ভালো ব্যাটিং করলেন উইল জ্যাকস (Will Jacks), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও করবিন বশ (Corbin Bosch)। এই তিনজন ব্যাটারের জন্যই ভদ্রস্থ স্কোর করতে পারল মুম্বই। তবে এই রান খুব বেশি নয়। তাছাড়া গুজরাটের ব্যাটিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী। ফলে এই ম্যাচ জিততে হলে মুম্বইয়ের বোলারদের খুব ভালো পারফরম্যান্স দেখাতে হবে। গুজরাটের ইনিংসের শুরুতেই উইকেট তুলে নিতে হবে। না হলে জয়ের দিকে এগিয়ে যাবে গুজরাট। ফলে এই ম্যাচের সমাপ্তি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
এদিন ম্যাচের শুরুতে এবং ইনিংসের শেষদিকে মুম্বই ইন্ডিয়ানসের ব্যাটিং বিপর্যয় দেখা গেল। ইনিংসের দ্বিতীয় বলেই ফিরে যান ওপেনার রায়ান রিকেলটন (Ryan Rickelton)। তিনি ২ বলে ২ রান করেন। অপর ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ৮ বল খেলে ৭ রান করেন। ২৬ রানে দ্বিতীয় উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ানস। এরপর লড়াই শুরু করেন জ্যাকস ও সূর্যকুমার। জ্যাকস ৩৫ বলে ৫৩ রান করেন। তিনি ৫টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। ২৪ বলে ৩৫ রান করেন সূর্যকুমার। তিনি ৫টি বাউন্ডারি মারেন। এরপর ফের ব্যাটিং বিপর্যয় দেখা যায়। পরপর উইকেট হারায় মুম্বই। ৭ বলে ৭ রান করেন তিলক ভার্মা (Tilak Varma)। অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ৩ বল খেলে ১ রান করেন। নমন ধীর (Naman Dhir) ১০ বল খেলে ৭ রান করেন। ৮ বল খেলে ৮ রান করে অপরাজিত থাকেন দীপক চাহার (Deepak Chahar)। ১ রান করে অপরাজিত থাকেন করণ শর্মা (Karn Sharma)। ২২ বলে ২৭ রান করেন বশ।
এদিন গুজরাট টাইটানসের কোনও বোলারই বেশি রান দেননি। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন সাই কিশোর (Sai Kishore)। ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেন রশিদ খান (Rashid Khan)। ২ ওভারে ১০ রান দিয়ে ১ উইকেট নেন জেরাল্ড কোটজি (Gerald Coetzee)। ৩ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন আর্শাদ খান (Arshad Khan)। ৩ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ৪ ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।