IPL 2025: ক্ষুব্ধ কেকেআর এবার সরাসরি চিঠি দিল বোর্ডকে! আইপিএল-এর নয়া নিয়ম নিয়ে উঠছে প্রশ্ন?

Published : May 21, 2025, 12:45 PM ISTUpdated : May 21, 2025, 01:06 PM IST
Kolkata Knight Riders

সংক্ষিপ্ত

IPL 2025: বৃষ্টির ঝামেলা এড়িয়েও যাতে গোটা ম্যাচ আয়োজন করা সম্ভব হয়, সেইজন্য মঙ্গলবার, একটি নয়া নিয়ম চালু করেছে বিসিসিআই। কিন্তু সেই নিয়ম নিয়েই এবার উঠে যাচ্ছে প্রশ্ন। বিষয়টা ঠিক কী (IPL 2025 Kolkata Knight Riders)?

IPL 2025: নয়া নিয়ম জারি করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে।বৃষ্টির ঝামেলা এড়িয়েও যাতে গোটা ম্যাচ আয়োজন করা সম্ভব হয়, সেইজন্য মঙ্গলবার, একটি নয়া নিয়ম চালু করেছে বিসিসিআই। কিন্তু সেই নিয়ম নিয়েই এবার উঠে যাচ্ছে প্রশ্ন (kolkata knight riders team 2025)। 

কিন্তু সেই নিয়ম নিয়েও এবার প্রশ্ন তুলে দিল কলকাতা নাইট রাইডার্স। 

কেকেআর ম্যানেজমেন্টের দাবি, সঠিক সময়ে এই নিয়ম চালু করা হলে এখনও তারা প্লে-অফের দৌড়ে থাকতে পারত।

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, এখন ২০ ওভারের ম্যাচ শেষ করার জন্য ৬০ মিনিটের বদলে ১২০ মিনিট অপেক্ষা করা হবে। ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ শুরু করার সর্বশেষ সময় রাত ১০.৫৬ মিনিট ছিল এতদিন। তিবে সেটিও এবার এক ঘণ্টা বাড়ানো হয়েছে (Indian Premier League)।

আইপিএল-এর অন্যতম প্রধান কর্তা হেমঙ্গ আমিন ইমেইল করে প্রত্যেক দলকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। 

তাঁর পরিষ্কার যুক্তি, বৃষ্টির মরশুম শুরু হতে চলায় একাধিক ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আইপিএল-এর দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে যাওয়া কেকেআর এই যুক্তি যেন একেবারেই মেনে নিতে পারছে না। কারণ, বৃষ্টির জন্য এবার সবথেকে বেশি ভুগেছে তারাই। পাঞ্জাব এবং বেঙ্গালুরু ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে গেছে (IPL 2025 points table)।

আর এই দুটি ম্যাচ জিতলেই তারা নিশ্চিতভাবে প্লে-অফের দৌড়ে থাকতে পারত। তাই এই সিদ্ধান্ত নেওয়ার সময় নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন কেকেআর সিইও বেঙ্কি মাইসোর।

কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ ভেস্তে যাওয়ার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হল কি না, তা এবার জানতে চেয়েছেন তিনি। বেঙ্কি মাইসোর লিখেছেন, “মরশুমের মাঝপথে নিয়ম বদল যে কোনও ক্ষেত্রে দরকারি সেটা আমরা জানি। তবে নিয়ম চালু করার ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকা উচিত বলেই আমরা মনে করছি।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা
আইপিএল ২০২৬ নিলাম: ভেঙ্কটেশ আইয়ারকে দলে ফেরাবে কলকাতা নাইট রাইডার্স?