Nicholas Pooran: ইডেনে বিস্ফোরক ব্যাটিং, আইপিএল-এ নতুন নজির নিকোলাস পুরাণের

Published : Apr 08, 2025, 10:25 PM ISTUpdated : Apr 08, 2025, 11:14 PM IST
Nicholas Pooran: ইডেনে বিস্ফোরক ব্যাটিং, আইপিএল-এ নতুন নজির নিকোলাস পুরাণের

সংক্ষিপ্ত

Nicholas Pooran: মঙ্গলবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ৩৬ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংসের মাধ্যমে নিকোলাস পুরাণ (Nicholas Pooran) আরেকটি আইপিএল (IPL 2025) মাইলফলক স্পর্শ করেছেন। যা তাঁকে আন্দ্রে রাসেলের পরেই স্থান দিয়েছে।

Nicholas Pooran IPL Record: মঙ্গলবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করার মাধ্যমে আইপিএল-এ (IPL 2025) নতুন রেকর্ড গড়লেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরাণ। তিনি আইপিএল-এ ২,০০০ রান পূর্ণ করেছেন। দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন পুরাণ। এই তারকা ব্যাটার মঙ্গলবার ইডেন গার্ডেন্স মাতিয়ে দিলেন। গতবারের চ্যাম্পিয়ন কেকেআর-এর বোলারদের দিশেহারা করে দিলেন পুরাণ। তিনি ৩৬ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। এই ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও আটটি ওভার-বাউন্ডারি। পুরাণের ইনিংসের মূল আকর্ষণ ছিল কেকেআর-এর তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে (Andre Russell) ১৮-তম ওভারে দু'টি ওভার-বাউন্ডারি এবং তিনটি বাউন্ডারির মাধ্যমে ২৪ রান নেওয়া।

আইপিএল-এ নতুন নজির পুরাণের

আইপিএল-এ পুরাণ ৮১ ম্যাচে ৭৮ ইনিংসে ৩৪.৮৬ গড়ে এবং ১৬৮.৮৮ স্ট্রাইক রেটে ২,০৫৭ রান করেছেন। তিনি আইপিএল-এ ১২টি অর্ধশতরান করেছেন। তাঁর সেরা স্কোর অপরাজিত ৮৭। আইপিএল-এ দ্রুততম ২,০০০ রানের রেকর্ড রাসেলের দখলে। কেকেআর তারকা ১,১২০ বলে এই মাইলফলকে পৌঁছন। এবার পুরাণ ১,১৯৮ বল খেলে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে আইপিএল-এ ২,০০০ রান পূর্ণ করলেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম হিসেবে বীরেন্দ্র সেহওয়াগ ১,২১১ বলে এই মাইলফলকে পৌঁছেছেন।

আইপিএল ২০২৫-এ সবচেয়ে বেশি রানের দৌড়ে পুরাণ

চলতি আইপিএল ২০২৫-এ পুরাণ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন। তিনি পাঁচ ম্যাচে ৭২.০০ গড়ে এবং ২২৫.০০ স্ট্রাইক রেটে ২৮৮ রান করে এখন অরেঞ্জ ক্যাপের মালিক। তিনি তিনটি অর্ধশতরান করেছেন। তার সেরা স্কোর অপরাজিত ৮৭। এখনও পর্যন্ত চলতি আইপিএল-এ তিনি ২৪টি ওভার-বাউন্ডারি মেরেছেন। ২০১৯-২১ সাল পর্যন্ত পাঞ্জাব কিংসের (৩১ ইনিংসে এবং ৩৩ ম্যাচে ২২.৪৪ গড়ে এবং ১৫৪-এর বেশি স্ট্রাইক রেটে দু'টি হাফ অর্ধশতান-সহ ৬০৬ রান) এবং সানরাইজার্স হায়দরাবাদের (১৩ ইনিংসে এবং ১৪ ম্যাচে ৩৮.২৫ গড়ে, ১৪৪-এর বেশি স্ট্রাইক রেটে একটি হাফ শতরান-সহ ৩০৬ রান) হয়ে খেলার পর পুরাণ এখন এলএসজির হয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তিনি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩৪ ম্যাচে ৪৭.৭০ গড়ে, ১৮৬-এর বেশি স্ট্রাইক রেটে আটটি অর্ধশতরান-সহ ১,১৪৫ রান করেছেন পুরাণ।

কেকেআর-কে হারিয়ে দিল লখনউ

মঙ্গলবার টসে জিতে কেকেআর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এলএসজি প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ২৩৮ রান করে। এইডেন মার্করাম ২৮ বলে ৪৭, মিচেল মার্শ ৪৮ বলে ৮১ রান করেন। ওপেনিং জুটিতে যোগ হয় ৯৯ রান। এরপর পুরাণ ও মার্শের জুটিতে ৭১ রান যোগ হয়। জবাবে কেকেআর ৭ উইকেটে ২৩৪ রান করে। অধিনায়ক অজিঙ্কা রাহানে ৩৫ বলে ৬১ রান করেন। ভেঙ্কটেশ আইয়ার ২৯ বলে ৪৫ রান করেন। ১৫ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম