আইপিএল-এ কোন পজিশনে ব্যাটিং করবেন ঋষভ পন্থ? বড় ইঙ্গিত সঞ্জীব গোয়েঙ্কার

Published : Dec 02, 2024, 05:33 PM ISTUpdated : Dec 02, 2024, 05:59 PM IST
Rishabh Pant

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এর নিলাম সবচেয়ে বেশি অর্থ পেয়েছেন ঋষভ পন্থ। আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ দিয়ে তাঁকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস।

আগামী বছর আইপিএল-এ ঋষভ পন্থ কোন পজিশনে ব্যাটিং করবেন, সে বিষয়ে বড়সড় ইঙ্গিত দিলেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বলেছেন, ব্যাটিং ওপেন করতে পারেন এই উইকেটকিপার-ব্যাটার। ওপেন না করলে ৩ নম্বরে ব্যাটিং করতে পারেন ঋষভ। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে গোয়েঙ্কা বলেছেন, ‘এইডেন মার্করাম, মিচেল মার্শ ব্যাটিং ওপেন করতে পারে। আবার মার্শের সঙ্গে ঋষভ পন্থ, না হলে মার্করামের সঙ্গে ঋষভ ব্যাটিং ওপেন করতে পারে। ঋষভ ২ নম্বরে ব্যাটিং করবে না ৩ নম্বরে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারব না। আমরা সেই ক্ষমতা বা জ্ঞান নেই।’

দল নিয়ে আশাবাদী গোয়েঙ্কা

এবার শক্তিশালী দল গড়েছে লখনউ। তবে গোয়েঙ্কা জানিয়েছেন, তিনি ইংল্যান্ডের ব্যাটার জস বাটলারকে দলে নিতে চেয়েছিলেন। নিলামে ১৫.৭৫ কোটি টাকায় গুজরাট টাইটানসে যোগ দিয়েছেন বাটলার। এ প্রসঙ্গে গোয়েঙ্কা বলেছেন, ‘আমরা নিলামে ৩ ধরনের পরিস্থিতির জন্য তৈরি হয়েছিলাম। প্রথম পরিস্থিতি ছিল, ঋষভ পন্থ ও জস বাটলার আমাদের দলে থাকবে। আমরা চেয়েছিলাম, এই বিস্ফোরক ওপেনিং জুটি আমাদের দলের হয়ে খেলে পাওয়ার প্লে-তে ৬০ থেকে ৮৫ রান করুক। নিলামের শুরুতেই জসের নাম এসেছিল। আমরা ওকে পেয়ে গেলে পরিকল্পনা সফল হত। কিন্তু আমাদের এই পরিকল্পনা সফল হয়নি।’

লখনউয়ের অধিনায়ক হচ্ছেন ঋষভ?

সবচেয়ে বেশি অর্থ পাওয়া ঋষভই কি লখনউয়ের অধিনায়ক হচ্ছেন? গোয়েঙ্কা জানিয়েছেন, ‘লোকজন খুব তাড়াতাড়ি অবাক হয়ে যায়। তবে আমি কাউকে চমক দিই না। আমাদের দলের অধিনায়ক ঠিক হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই সে কথা ঘোষণা করা হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নিলামে নেওয়া হল ঈশান কিষান, মহম্মদ শামিকে, কেমন হল সানরাইজার্স হায়দরাবাদের দল?

সবচেয়ে বড় ভরসা বিরাট কোহলি, আর কারা আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে? দেখুন পুুরো দল

২০২৫ সালের আইপিএল-এর জন্য কেমন দল গড়ল সফলতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?