KKR: তাহলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হচ্ছেন তিনিই? চলছে বিস্তর আলোচনা

Published : Dec 02, 2024, 03:48 PM IST
IPL Mega Auction

সংক্ষিপ্ত

সেই দৌড়ে আপাতত এগিয়ে এক আছেন মিস্টার রাহানে। 

এই মুহূর্তে অন্যতম বড় চর্চার বিষয় হল, নাইটদের নতুন অধিনায়ক কে হবেন? একাধিক নাম নিয়ে চলছে আলোচনা।

বলা চলে, কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন এটিই। এমনিতেই দলকে গতবার চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে কলকাতা টিম ম্যানেজমেন্ট। তাই যে ক্রিকেটারদের কেকেআর ধরে রেখেছে এবং যাদের নতুন দলে নিয়েছে তাদের মধ্যেই একজনকে দায়িত্ব তুলে দিতে হবে।

সেই দৌড়ে আপাতত এগিয়ে এক আছেন মিস্টার রাহানে। মোট ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিমিয়ে কেনা ভেঙ্কটেশ আইয়ারকে টপকে অধিনায়ক হতে পারেন মাত্র দেড় কোটি টাকার বিনিময়ে দলে আসা অজিঙ্ক রাহানে। এক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।

এবারের নিলাম থেকে কেকেআর তাদের সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছে। তাঁর ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা। কিন্তু তাঁকে কিনতে গিয়ে মোট ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে ফেলেছে কলকাতা। ফলে, এমনিতেই বোঝা যাচ্ছিল যে, ভেঙ্কটেশ শুরু থেকেই দলের অধিনায়কের দৌড়ে রয়েছেন।

তবে টাকার অঙ্কে রাহানে অনেক পিছনে থাকলেও অধিনায়কের দৌড়ে বাকিদের টপকে যেতে পারেন রাহানে। যদিও এখনও কোনও অধিনায়কের নামই ঘোষণা করেনি কলকাতা। তবে রাহানেই যে পরবর্তী অধিনায়ক হবেন, তা একপ্রকার নিশ্চিত। যদিও দীর্ঘদিন তিনি টি-২০ ম্যাচ খেলেননি। আরও একটা বিষয় হচ্ছে যে, অধিনায়ক করলে তাঁকে মাঝপথে দল থেকে আবার বাদও দেওয়া যাবে না।

পুরো মরশুমই তাঁকে খেলাতে হবে। সেক্ষেত্রে আবার দলের ভারসাম্য নষ্ট হবে কি না, তা নিয়েও বিস্তর আলোচনা চলছে কেকেআর-এ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?