Mitchell Marsh: শিখর ধাওয়ানের রেকর্ড ভেঙে দিলেন, আইপিএল-এ নতুন নজির মিচেল মার্শের

IPL Record of Mitchell Marsh: শুক্রবার আইপিএল (IPL 2025) ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) ওপেনার মিচেল মার্শ (Mitchell Marsh) ইতিহাস গড়লেন।

Soumya Gangully | Published : Apr 5, 2025 2:02 AM
14
শুক্রবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের হয়ে অসাধারণ ব্যাটিং করলেন মিচেল মার্শ

Mitchell Marsh: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ১৬-তম ম্যাচে মিচেল মার্শ বিধ্বংসী মেজাজে মুম্বই ইন্ডিয়ানসকে ধরাশায়ী করে এক বিশাল ধাক্কা দিয়েছেন। তাঁর দুর্দান্ত ইনিংসের সৌজন্যে লখনউ ১২ রানে মুম্বইকে হারিয়েছে। লখনউয়ের একানা স্টেডিয়ামে শুক্রবার লখনউ সুপার জায়ান্টস (LSG) বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (MI) ম্যাচে মার্শের ঝোড়ো ইনিংস দেখা যায়। পাওয়ার প্লে-তে তিনি অসাধারণ ব্যাটিং করেন। আইপিএল-এ নতুন রেকর্ডও গড়লেন মার্শ।

24
শিখর ধাওয়ানের রেকর্ড ভেঙে আইপিএল-এ নতুন রেকর্ড গড়লেন মিচেল মার্শ

এই ম্যাচের প্রথম ইনিংসে লখনউ সুপার জায়ান্টসের (LSG) ওপেনার মিচেল মার্শ সুনামির মতো ব্যাটিং করে ইতিহাস সৃষ্টি করেছেন। পাওয়ার প্লে-র ৬ ওভারে ৩০টি বল খেলা প্রথম ব্যাটার হিসেবে মার্শ একটি বিশেষ রেকর্ড গড়েছেন। আক্রমণাত্মক ব্যাটিং করে তিনি অনবরত স্ট্রাইক নিজের কাছে রেখে রানের বন্যা বইয়ে দিয়েছেন। শিখর ধাওয়ানের রেকর্ড ভেঙে দিলেন মার্শ।

34
আইপিএল-এর পাওয়ার প্লে-তে ২৯ বল খেলে রেকর্ড গড়েছিলেন ধাওয়ান, সেই রেকর্ড ভেঙে দিলেন মার্শ

মিচেল মার্শের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে লখনউ সুপার জায়ান্টস প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান করে। যা দলকে একটি শক্তিশালী সূচনা এনে দেয়। মার্শ পাওয়ার প্লে-তে অর্ধশতরান করা খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন। আইপিএল-এ এই কৃতিত্ব অর্জন করা দ্বিতীয় খেলোয়াড় তিনি। লখনউয়ের ওপেনার মাত্র ৩১ বলে ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৬০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। মার্শের এই আইপিএল-এ এটি তৃতীয় অর্ধশতরান। এর আগে আইপিএল ২০২৩-এ কাইল মেয়ার্স দু'বার পাওয়ার প্লে-র মধ্যে অর্ধশতরান করেছিলেন। শিখর ধাওয়ান আইপিএল-এ পাওয়ার প্লে-তে ২৯ বল খেলে রেকর্ড গড়েছিলেন। শুক্রবার ৩০ বল খেলে সেই রেকর্ড ভেঙে দিলেন মার্শ।

44
মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে লখনউ সুপার জায়ান্টসকে জেতালেন মিচেল মার্শ

লখনউ সুপার জায়ান্টসের হয়ে ইনিংস শুরু করা মিচেল মার্শ শুরু থেকেই মুম্বই ইন্ডিয়ানসের বোলারদের উপর চড়াও হন। তিনি আইপিএল-এর ইতিহাসে পাওয়ার প্লে-র ৬ ওভারে ৩০টি বল খেলা প্রথম ব্যাটার। পাশাপাশি, তিনি মাত্র ২৭ বলে অর্ধশতরান করেন। আক্রমণাত্মক খেলতে থাকা অবস্থায় মুম্বই ইন্ডিয়ানসের বিস্ময়-স্পিনার ভিগনেশ পুত্থুর মার্শকে আউট করলে তাঁর ঝোড়ো ইনিংসের গতিরোধ হয়। পুত্থুরের বল ফ্লিক করতে গিয়ে তাঁকেই ক্যাচ দেন মার্শ। এইডেন মার্করামের সঙ্গে মার্শ প্রথম উইকেটে ৭৬ রান যোগ করে দলকে একটি দারুণ শুরু এনে দেন। আইপিএল ২০২৫-এ মার্শ এখনও পর্যন্ত চারটি ম্যাচ মিলিয়ে ১৮৪ রান করেছেন এবং সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। ২০২৫ সালে তাঁর সর্বোচ্চ স্কোর ৭২ রান।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos