সবচেয়ে বড় ভরসা বিরাট কোহলি, আর কারা আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে? দেখুন পুুরো দল
এখনও পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৫ সালের আইপিএল-এর জন্য ভালো দল গড়েছে আরসিবি ম্যানেজমেন্ট। এবারও দলের প্রধান ভরসা বিরাট কোহলি।
আইপিএল ২০২৫-এর জন্য নিলামে ২২ জন ক্রিকেটারকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রবিবার ও সোমবার সৌদি আরবের জেড্ডায় আইপিএল ২০২৫ মেগা নিলাম থেকে মোট ২২ জন ক্রিকেটারকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে আছেন লিয়াম লিভিংস্টোন, জশ হ্যাজেলউড, টিম ডেভিড।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার হিসেবে কারা আছেন দেখে নিন
২০২৫ সালের আইপিএল-এর জন্য ব্যাটার হিসেবে বিরাট কোহলি, রজত পতিদার, দেবদত্ত পাড়িক্কল ও স্বস্তিক ছিকারাকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আগামী আইপিএল-এর জন্য উইকেটকিপার হিসেবে কাদের নিল
২০২৫ সালের আইপিএল-এর জন্য উইকেটকিপার হিসেবে ফিল সল্ট ও জিতেশ শর্মাকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আইপিএল-এ সাফল্য পাওয়ার লক্ষ্যে অলরাউন্ডারদের তালিকা দীর্ঘ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
প্রায় ১১ কোটি টাকা দিয়ে ভুবনেশ্বর কুমারকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে ভুবনেশ্বর কুমার। গত কয়েকটি আইপিএল-এ চমকপ্রদ পারফরম্যান্স দেখাতে পারেননি এই পেসার। তাঁকেই এবার ১০.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আগামী আইপিএল-এর জন্য পেস বিভাগ শক্তিশালী করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
২০২৫ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে পেসার হিসেবে আছেন জশ হ্যাজেলউড, রাসিক দার, ভুবনেশ্বর কুমার, নুয়ান থুসারা, যশ দয়াল, লুঙ্গি এনগিডি ও অভিনন্দন সিং।
কলকাতা নাইট রাইডার্স দলে না রাখায় এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে সূযশ শর্মা
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে স্পিনার হিসেবে আছেন সূযশ শর্মা ও মোহিত রাঠি।