116

দলে এলেন একাধিক নতুন তারকা
আবার পুরনো কয়েকজন সৈনিকও ফিরলেন ঘরে। চলুন দেখে নেওয়া যাক, কাদেরকে কিনল কেকেআর?
216
রেকর্ড অর্থের বিনিময়ে অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিল নাইটরা
তাঁকে কিনতে খরচ করল ২৩.৭৫ কোটি টাকা।
316
কলকাতায় এলেন কুইন্টন ডি কক
মোট ৩ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
416
কেকেআর-এ এলেন রহমানউল্লাহ গুরবাজ
তাঁকে ২ কোটি টাকার বিনিময়ে দলে নিল তারা।
516
অন্যদিকে, প্রোটিয়া পেসার আনরিক নর্টজেও এবার কলকাতায়
মোট ৬.৫০ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
616
অঙ্গকৃশ রঘুবংশী কলকাতায়
তাঁকে ৩ কোটি টাকার বিনিময়ে কিনল কেকেআর।
716
কেকেআর-এ এলেন আরেক অলরাউন্ডার রভম্যান পাওয়েল
১.৫০ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে কলকাতা।
816
ওদিকে কলকাতার পুরনো সৈনিক মণীশ পাণ্ডে ফিরে এলেন
মোট ৭৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে নিল নাইটরা।
916
সেখানেই শেষ নয়
২ কোটি ৮০ লক্ষ টাকার বিনিময়ে বাঁহাতি অজি পেসার স্পেন্সার জনসরকে কিনল কলকাতা।
1016
এছাড়াও উইকেটরক্ষক-ব্যাটার লাভনিথ সিসোদিয়াকে কিনল কলকাতা
তাঁকে ৩০ লাখ টাকায় দলে নিল নাইটরা।
1116
নাইট ব্রিগেডে এলেন অজিঙ্ক রাহানে
১.৫০ কোটি টাকা তাঁর দর উঠল।
1216
অনুকূল রায়কে ৪০ লক্ষ টাকায় কিনল কলকাতা
1316
মইন আলী এলেন কলকাতায়
২ কোটি টাকায় তাঁকে কিনল কেকেআর
1416
৭৫ লক্ষ টাকায় কলকাতায় উমরান মালিক
আইপিএল-এর অন্যতম জোরে বোলার তিনি।
1516
বৈভব আরোরা এলেন কলকাতায়
তাঁকে ১.৮০ কোটি টাকায় কিনল কেকেআর।
1616
মায়াঙ্ক মারকান্ডেকে ৩০ লক্ষ টাকায় দলে নিল নাইটরা