নিলামে নেওয়া হল ঈশান কিষান, মহম্মদ শামিকে, কেমন হল সানরাইজার্স হায়দরাবাদের দল?

Published : Nov 26, 2024, 01:34 AM IST

আইপিএল-এর গত কয়েক মরসুমে খুব একটা ভালো ফল করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। এই কারণে ২০২৫ সালের আইপিএল-এর জন্য দলকে শক্তিশালী করে তোলার চেষ্টা করল সানরাইজার্স হায়দরাবাদ ম্যানেজমেন্ট।

PREV
18
২০২৫ সালের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন মহম্মদ শামি

চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন ভারতীয় দলের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তিনি ২০২৫ সালের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন।

28
২০২৫ সালের আইপিএল-এর জন্য নিলামে ১৫ জন ক্রিকেটারকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ

রবিবার ও সোমবার মিলিয়ে আইপিএল ২০২৫ মেগা নিলাম থেকে মোট ১৫ জন ক্রিকেটারকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

38
রিটেইন করেনি মুম্বই ইন্ডিয়ানস, এবার আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদে ঈশান কিষান

এবারের আইপিএল নিলামে ১১.২৫ কোটি টাকা দিয়ে ঈশান কিষানকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

48
২০২৫ সালের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম ভরসা ট্রেভিস হেড

২০২৫ সালের আইপিএল-এর জন্য সানরাইজার্স হায়দরাবাদ দলে ব্যাটার হিসেবে আছেন ট্রেভিস হেড, অভিষেক শর্মা, অথর্ব তাইডে, অভিনব মনোহর ও অনিকেত ভার্মা।

58
সানরাইজার্স হায়দরাবাদ দলের উইকেটকিপার হিসেবে আছেন হেইনরিক ক্লাসেন

২০২৫ সালের আইপিএল-এর জন্য সানরাইজার্স হায়দরাবাদ দলে উইকেটকিপার হিসেবে আছেন হেইনরিক ক্লাসেন ও ঈশান কিষান।

68
সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম ভরসা অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স

সানরাইজার্স হায়দরাবাদ দলে অলরাউন্ডার হিসেবে আছেন সচিন বেবি, ঈশান মালিঙ্গা, অনিকেত ভার্মা, প্যাট কামিন্স, নীতীশ কুমার রেড্ডি, হর্ষল প্যাটেল, কামিন্দু মেন্ডিস ও ব্রাইডন কার্সে।

78
সানরাইজার্স হায়দরাবাদ দলে ২০২৫ সালের আইপিএল-এর জন্য বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন ২ জন

আগামী বছরের আইপিএল-এর জন্য বিশেষজ্ঞ পেসার হিসেবে শুধু জয়দেব উনাদকাট ও সিমরজিৎ সিংকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

88
২০২৫ সালের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের স্পিন বিভাগের ভরসা রাহুল চাহার

সানরাইজার্স হায়দরাবাদ দলে স্পিনার হিসেবে আছেন রাহুল চাহার, জিশান আনসারি ও অ্যাডাম জাম্পা।

Read more Photos on
click me!

Recommended Stories