IPL Mega Auction DC: মিচেল স্টার্ক থেকে কেএল রাহুল, আর কারা 'দিল' দিয়ে এলেন দিল্লীতে?

পিছিয়ে রইল না দিল্লীও। 

Subhankar Das | Published : Nov 25, 2024 7:42 PM IST / Updated: Nov 26 2024, 01:27 AM IST
115
আইপিএল-এর মেগা নিলাম থেকে একাধিক ক্রিকেটারকে দলে নিল দিল্লী ক্যাপিটালস (Delhi Capitals)

কারা কারা এলেন এই দলে?

215
১১.৭৫ কোটি টাকায় দিল্লী কিনল তাঁকে

অজি পেসার মিচেল স্টার্ক খেলবেন ডিসি-র জার্সিতে।

315
কেএল রাহুল এবার দিল্লীতে

১৪ কোটি টাকার বিনিমিয়ে তিনি এবার ক্যাপিটালসে।

415
হ্যারি ব্রুককে ৬.২৫ কোটি টাকায় কিনল দিল্লী

তিনি খেলবেন ডিসি-র হয়ে। 

515
আরটিএম কার্ড ব্যবহার করে তাঁকে নিয়েছে ডিসি

৯ কোটি টাকায় ম্যাকগ্রাককে কিনেছে দিল্লী ক্যাপিটালস। 

615
টি নটরাজনকে ১০.৭৫ কোটি টাকায় কিনেছে দিল্লী

নতুন টিমে খেলবেন তিনি। 

715
করুণ নায়ার ডিসি-তে

তাঁকে ৫০ লক্ষ টাকায় কিনেছে দিল্লী ক্যাপিটালস। এই দলের পুরনো সৈনিক। 

815
সমীর রিজভিকে নিল দিল্লী

খরচ করল ৯৫ লক্ষ টাকা। 

915
আশুতোষ শর্মা এলেন দিল্লীতে

৩.৮০ কোটি টাকায় তাঁকে কিনল ডিসি। 

1015
মোহিত শর্মা এবার খেলবেন দিল্লীর জার্সিতে

তাঁকে ২.২০ কোটি টাকায় কিনেছে ডিসি।

1115
ফ্যাফ ডু প্লেসি এবার ডিসিতে

দিল্লী তাঁকে কিনেছে ২ কোটি টাকা দিয়ে।

1215
৮ কোটি টাকাতে মুকেশ কুমার এবার দিল্লীতে

ডিসি-র হয়ে নামবেন এই পেসার।

1315
দর্শন নালকাণ্ডে এলেন দিল্লীতে

তাঁকে ডিসি কিনল ৩০ লক্ষ টাকা দিয়ে।

1415
ভীপরাজ নিগমকে দিল্লী কিনেছে ৫০ লক্ষ টাকা দিয়ে

ডোনোভান ফেরেইরাঃ ৭৫ লক্ষ

অজয় মণ্ডলঃ ৩০ লক্ষ

মনভন্থ কুমারঃ ৩০ লক্ষ

মাধব তিওয়ারিঃ ৪০ লক্ষ 

1515
শ্রীলঙ্কার ক্রিকেটার দশমন্থা চামিরাকে ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনল দিল্লী ক্যাপিটালস

তিনি এবার প্রথম খেলবেন ডিসি-র হয়ে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos