আসছে আইপিএল-এর মহা নিলাম।
আসছে আইপিএল-এর মহা নিলাম। আর তার আগেই বড় ধরনের রদবদল করছে দিল্লি ক্যাপিটালস।
অপরদিকে, ডিরেক্টর অফ ক্রিকেট এবং হেড কোচের পদে এসেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বেণুগোপাল রাও এবং হেমাঙ্গ বাদানি। তবে গত মরশুম একেবারেই ভালো যায়নি ঋষভ পন্থদের। তার মধ্যে ম্যানেজমেন্ট বদলে যাওয়ার ফলে, রিটেনশন তালিকা থেকে বাদ পড়তে পারেন একাধিক তারকা।
দিল্লি ক্যাপিটালসের দুটি মালিক জেএসডব্লু স্পোর্টস এবং জিএমআর গ্রুপ। আইপিএলে দিল্লীর পুরুষদের দল ছাড়াও আছে মহিলাদের দল এবং দক্ষিণ আফ্রিকার লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস। তাদের চুক্তি অনুযায়ী, প্রতি দুই বছরে ম্যানেজমেন্ট হস্তান্তর হয়।
এবার যেমন আইপিএলে পুরুষদের দলের দায়িত্বে এসেছে জিএমআর গ্রুপ। আবার জেএসডব্লু গ্রুপ এই দায়িত্বে আসবে আগামী ২০২৭ সালে। ততদিনে তারা মহিলাদের দল এবং দক্ষিণ আফ্রিকার দলের দায়িত্ব সামলাবেন।
অনদিকে, ঋষভ পন্থ দিল্লীতেই থাকবেন। এমনটাই ধারণা ছিল ক্রিকেটমহলের। কিন্তু ম্যানেজমেন্ট বদলে ছবিটা বদলে গেছে। সেক্ষেত্রে দিল্লীর সঙ্গে প্রায় ৮ বছরের সম্পর্ক ভাঙতে পারেন পন্থ। শোনা যাচ্ছে, তিনি নিজেই নাকি রিটেনশন তালিকায় থাকতে চান না।
কারণ, নতুন ম্যানেজমেন্ট পন্থকে দিল্লীর অধিনায়ক হিসেবে চায় না। অন্যদিকে, পন্থ চান অধিনায়ক হিসেবেই আইপিএল খেলতে। আর পন্থ মহা নিলামে গেলে চেন্নাই, লখনউ, আরসিবি মুখিয়ে থাকবে ভারতীয় দলের এই উইকেটকিপারকে দলে নেওয়ার জন্য। ফলে, পন্থকে নিয়ে দিল্লী কি সিদ্ধান্ত নেয়, সেদিকেও আবার নজর থাকবে সবার।
এদিকে কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল থাকতে পারেন দিল্লীর সম্ভাব্য রিটেনশন তালিকায়। তারা দুজনই আইপিএল-এর দুনিয়ায় যথেষ্ট সফল। কুলদীপ পেতে পারেন প্রায় ১৪ কোটি টাকা। অন্যদিকে, অক্ষরকে দিল্লী ধরে রাখতে পারে ১৮ কোটি টাকায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।